HomeSports NewsIndia XI Vs Bengal XI: অনুশীলন ম্যাচে সুনীলদের আটকে দিল প্রিয়ান্তরা

India XI Vs Bengal XI: অনুশীলন ম্যাচে সুনীলদের আটকে দিল প্রিয়ান্তরা

- Advertisement -

ভারত-১ বাংলা-১
চব্বিশ ঘন্টা আগে আইএফএ সচিব পদ থেকে জয়দীপ মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। তার পরদিনই জাতীয় দলের সঙ্গে কিশোরভারতী স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল বাংলা দল (Bengal XI)। সেই ম্যাচে সচিবের পদত্যাগের প্রভাব পড়ল না। ইগর স্টিমাচের ছেলেদের ১-১ গোলে রুখে দিল রঞ্জন ভট্টাচার্য প্রশিক্ষাধীন একঝাঁক বাঙালী ছেলেরা। সুনীল, গুরপ্রীতরা ভারতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। অবশ্য সুনীল থাকলেও ভারতের হয়ে এদিন গোল করলেন সহাল আব্দুল সামাদ।

বাংলার হয়ে গোল পেয়েছেন সুজিত সিং। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ছিল। চুই দলের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এদিন ম্যাচে থেকেও চর্চার বিষয় হয়ে উঠেছিলেন আইএফর পদত্যাগী সচিব জয়দীপ মুখোপাধ্যোয়। তিনিও এদিন ম্যাচ দেখতে মাঠে আসেন। বাংলা দলের সঙ্গে গ্রুপ ফটোতেও অংশ নেন। সেখানে দেখা যায় ইতিমধ্যে সচিবের বিরোধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত নতুন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও নতুন কোষাধক্ষ্যর পাশে তিনি বসেন নি। আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তের পাশে বসেছিলেন।

   

পদত্যাগ করলেও জুন মাসের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব সামলাবেন জয়দীপ। তবে আগেরবার সচিবের পদ থেকে পদত্যাগ করেও ইস্তফা প্রস্তাহার করেছিলেন। এবছর সেই সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বলেই মনে করছে অভিজ্ঞ মহল। তবে অনেকেই মনে করছেন এই প্রস্তুতি ম্যাচের পর সচিব পদত্যাগ করতে পারতেন। এই পদত্যাগের প্রভাব ফুটবলারদের মধ্যে পড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। বাংলা ম্যাচ দেখতে মাঠে গেলেও শুক্রবার আইএফএ অফিসে আসেন নি জয়দীপ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular