আগের বছর থাইল্যান্ড দলকে পরাজিত করে এশিয়ান কাপে (Asian Cup) খেলার ছাড়পত্র পেয়েছে দেশের মহিলা ফুটবল দল। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মূল পর্ব যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই নিজের দলকে তৈরি রাখতে চাইছেন কোচ। এমন আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করার আগে দীর্ঘ এক মাস বিদেশে অনুশীলন চালাবেন ফুটবলাররা। তবে শুধুমাত্র নিজেদের মধ্যে অনুশীলন নয় জানা গিয়েছিল যে বেশ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।
সেদিকেই নজর ছিল সকলের। গত ১৫ই জানুয়ারি তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভারতীয় কন্যারা। যেখানে ডাক পেয়েছিলেন মোট ২৯ জন ফুটবলার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন তুরষ্কের মাটিতে ইউক্রেনের ফুটবল দল এফসি মেটালিস্টের বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবলাররা। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে ব্লু-টাইগ্ৰেসদের। লিডিয়া জাবোরোভেটস এবং পি, লেসিয়া ওলখোভা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলেছিলেন লিডিয়া।
তারপর অতিরিক্ত সময়ের মধ্যে গোল পান লেসিয়া। হাতে রয়েছে কয়েকদিন সময় তারপর আগামী ২১ জানুয়ারি এফসি জুরিখ ফ্রাউয়েনের বিপক্ষে খেলতে নামবে দল। তারপর ২৪শে জানুয়ারি এফসি শ্লিয়েরেনের মুখোমুখি হবে ভারতীয় ব্রিগেড।
