পদত্যাগ করলেন ভারতীয় দলের কোচ

india-womens-hockey-coach-harendra-singh-resigns

ভারতীয় মহিলা হকি (Hockey) দলের প্রধান কোচ হরেন্দ্র সিং আচমকা পদত্যাগ করেছেন। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সূত্রের খবর, দলের ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং প্লেয়ারদের সঙ্গে আচরণগত অভিযোগের পরিপ্রেক্ষিতে হরেন্দ্র সিংকে কোচের পদ থেকে সরানোর কথাও বিবেচনা করা হয়েছিল।

৬৪.৩ কোটি হাতে নিলামে এই তারকাদের টার্গেট নাইট শিবিরের?

   

গত বছরের এপ্রিলে ভারতীয় মহিলা হকি দলের দায়িত্ব নেওয়ার পর হরেন্দ্র সিং নতুন শক্তি এবং কঠোর অনুশীলনের মাধ্যমে দলের নেতৃত্ব দেন। তাঁর তত্ত্বাবধানে ভারত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জিতে ফায়ার দেখিয়েছিল। কিন্তু এরপর থেকে ভারতীয় দল ধারাবাহিকভাবে হতাশাজনক পারফরম্যান্সে পড়ে। বিশেষ করে ২০২৪-২৫ মরশুমে এফআইএইচ প্রো লিগে ১৬ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া গেছে।

পদত্যাগের পর হরেন্দ্র সিং এক বিবৃতিতে বলেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি, তবে মন থেকে আমি এই দুর্ধর্ষ দলটির সঙ্গে এবং তাদের সাফল্যের সঙ্গে থাকব।”

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে হরেন্দ্র সিংকে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি প্লেয়ারদের পক্ষ থেকে হরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে আচরণগত অভিযোগ জমা পড়েছিল ক্রীড়া মন্ত্রকের কাছে। অভিযোগের ভিত্তিতে ক্রীড়ামন্ত্রকের নির্দেশে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয়। সূত্রের খবর, জরুরি বৈঠকের পর হকি ইন্ডিয়ার কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে দলের অর্ধেকের বেশি প্লেয়ার হরেন্দ্র সিংকে কোচের পদে দেখতে চান না।

IPL ছেড়ে প্রতিবেশী দেশের নামজাদা লিগে খেলবেন প্রাক্তন নাইট তারকা

এদিকে, হরেন্দ্র সিংয়ের স্থলাভিষিক্ত হিসেবে প্রস্তাব গিয়েছে সোয়ের্ড মারিনের কাছে। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে এই ডাচ কোচের নেতৃত্বে ভারতীয় মহিলা দল চতুর্থ স্থানে শেষ করেছিল। হকি ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, মারিনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতীয় মহিলা হকি দলের ভবিষ্যৎ কৌশল ও নতুন নেতৃত্বকে ঘিরে হকি প্রেমীদের মধ্যে উৎসাহ এবং প্রত্যাশা একসঙ্গে বিরাজ করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article৬৪.৩ কোটি হাতে নিলামে এই তারকাদের টার্গেট নাইট শিবিরের?
Next articleভারতের শক্তি জোগানের রহস্য ফাঁস করলেন প্রোটিয়া অধিনায়ক
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।