বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের, নিশ্চিত করল সেমিফাইনাল

নেপালের দাশরথ স্টেডিয়ামে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে (SAFF Women’s Championship) বাংলাদেশর (Bangladesh) বিরুদ্ধে গ্ৰুপ-‘এ’ শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ফুটবল দল (India Womens Football Team)।…

নেপালের দাশরথ স্টেডিয়ামে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে (SAFF Women’s Championship) বাংলাদেশর (Bangladesh) বিরুদ্ধে গ্ৰুপ-‘এ’ শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ফুটবল দল (India Womens Football Team)। সেখানেই ফিরল ২০২২ সালের স্মৃতি। এদিন প্রতিশোধের এই ম্যাচ খেলতে নেমে ১-৩ গোলে লজ্জার হারের মুখ দেখল বালা দেবীরা। গ্রূপের শেষ ম্যাচ হেরেও পরবর্তী রাউন্ড তথা সেমিফাইনালে নিজেদের জায়গা অবস্থান করল ভারত। এদিনের ম্যাচে সব গোলই হয়েছে প্রথমার্ধে। একইসঙ্গে এই ম্যাচ শেষে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিশ্চিত হল পাকিস্তানের।

India Football Team : লক্ষ্য এশিয়ান কাপ ২০২৫, ব্রুনইকে দুরমুশ ভারতের

   

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের মুনকি জানিয়েছিলেন, “ভারতের বিরুদ্ধে চাপ কেন থাকবে? আমরা অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন। আমাদের বলা হয়েছে ভারত আহামরি দল নয়, চাপ নেওয়ার কিছু নেই। নিজেদের খেলাটা খেলতে হবে। তাই অনুশীলনে যা করেছি, সেটাই খেলব আমরা।” তাই খেলেই ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল বাংলদেশ। এই হার ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল।

East Bengal FC : ওডিশা ম্যাচ হেরে দলের ফুটবলারদের দুষলেন অস্কার!

বাংলাদেশ শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ১৮ মিনিটে আফেইদা খান্দাকার প্রথম গোলটি করেন। পরবর্তী গোলটি আসে ম্যাচের ২৯ মিনিটে, যেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ তুহুরা খাতুন একটি দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ২-০ এগিয়ে নিয়ে যায়। ৪২তম মিনিটে খাতুনের তৃতীয় গোল বাংলাদেশকে আরো সুবিধা প্রদান করে।

ডানার আতঙ্ক, ট্রেনের পর এবার কতদিন বন্ধ থাকছে কলকাতায় বিমান পরিষেবা?

ভারতের পক্ষ থেকে ৪২ মিনিটে অধিনায়ক বালা দেবী একটি দুরন্ত হেডে গোল করার চেষ্টা করেন, যখন ডালিমা ছিব্বর ডান দিক থেকে ক্রস দেন। এই গোলটি ভারতের আত্মবিশ্বাস বাড়ায়, তবে প্রথমার্ধের শেষে ভারত ১-৩ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ভারত আক্রমণাত্মক খেলা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত, গোল করার সুযোগ তৈরি করতে পারছিল না। বাংলাদেশের গোলকিপার যেন বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রতিবার। তাই ভারত আর কোন গোলের দরজা না খোলায়, ম্যাচ শেষ হয় ১-৩ গোলে। এদিনের ম্যাচে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ছিল মিডফিল্ডার অঞ্জু তামাংয়ের ইনজুরি, যা দলের আক্রমণাত্মক ভূমিকাকে ক্ষতিগ্রস্ত করে।

বাংলদেশের বিরুদ্ধে ম্যাচ হারলেও গ্ৰুপে দ্বিতীয় স্থান বজায় রেখে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ভারত। এখন ভারতকে পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দিতে হবে, কারণ এই পরাজয় তাঁদের জন্য একটি সতর্কবার্তা। গ্ৰুপ-এ পাকিস্তান তিন নম্বরে থাকায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল তাঁরা।