বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের অভাব নেই ‘উইমেন ইন ব্লু’দের শিবিরে (India Women vs Australia)। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ধাক্কা কিছুটা চাপে ফেলেছে হরমনপ্রীতদে। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে শুরুটা দারুণ করেছে ভারত।
এই পরিপ্রেক্ষিতে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বার্তা দিলেন অলরাউন্ডার স্নেহ রানা। তাঁর মতে, দল ব্যাটিং নিয়ে বিশেষভাবে চিন্তিত নয়, বরং আগের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত।
স্নেহ রানা বলেন, “আগের ম্যাচে কিছু ভুলচুক ছিল, যেগুলো আমরা বিশ্লেষণ করেছি। কোথায় উন্নতির প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়েছে দলের মধ্যে। আমরা জানি, ব্যাটিং বিভাগে ওঠানামা খেলারই অঙ্গ। তবে আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটাররা রয়েছে। ওরা জানে কীভাবে চাপ সামলে ঘুরে দাঁড়াতে হয়। সময়মতো ওরা ঠিক কামব্যাক করবে। আমরা ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নই।”
বিশ্বকাপে অস্ট্রেলিয়া বরাবরই ভারতীয় দলের কাছে কঠিন প্রতিপক্ষ। এবারও তার ব্যতিক্রম নয়। বিষয়টি স্বীকার করে স্নেহ বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, ওরা চ্যাম্পিয়ন মানসিকতা নিয়ে খেলে। তবে আমরাও অতীতে ওদের হারিয়েছি। তাই ইতিবাচক মানসিকতা নিয়ে নামব। ম্যাচে জিততে হলে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে হবে, সেটাই আমাদের লক্ষ্য।”
একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে ভারতের দুর্বলতা নিয়ে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের পর বাঁ-হাতি স্পিনারদের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট খুইয়েছে ভারতীয় ব্যাটাররা। তবে এই বিষয়টি নিয়ে রানা খুব একটা উদ্বিগ্ন নন। তাঁর যুক্তি, “এই পরিসংখ্যান আমাদের মাথায় রয়েছে। তবে আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। সোফি মোলিনিউ ভালো বোলার, কিন্তু আমরা তার মোকাবিলায় তৈরি।”
তবে শুধুই ব্যাটিং নয়, রানার মতে, স্ট্রাইক রোটেশন বা এক রান নেওয়ার ক্ষেত্রেও উন্নতির জায়গা রয়েছে। তিনি বলেন, “স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে। বিশেষ করে মধ্য ওভারে আমাদের রানের গতি কমে যায়। এ বিষয়ে আলাদা করে অনুশীলন করেছি। প্রত্যেকেই জানে কোথায় ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতেই আমরা জোর দিয়েছি।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভারতীয় দলের জন্য একটি অগ্নিপরীক্ষা হতে চলেছে। তবে স্নেহ রানার মন্তব্য স্পষ্ট করে দেয়, দলের মনোবল এখনও অটুট। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে প্রস্তুত ‘উইমেন ইন ব্লু’। আগামীকালের ম্যাচে তাই দর্শকদের অপেক্ষা থাকবে এক লড়াকু ভারতের।