তুরষ্ক সফরের জন্য কারা ডাক পেলেন জাতীয় শিবিরে?

india-women-football-turkey-tour-squad-announced

বর্তমান ফুটবলে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় কন্যারা (Indian women football)। গত বছর শক্তিশালী থাইল্যান্ড দলকে পরাজিত করে এশিয়ান কাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল ক্রিসপিন ছেত্রীর মেয়েরা। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মূল পর্ব যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সবদিক মাথায় রেখেই নিজের দলকে তৈরি রাখতে চাইছেন কোচ। এমন আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করার আগে দীর্ঘ এক মাস বিদেশে অনুশীলন চালাবেন ফুটবলাররা। তবে শুধুমাত্র নিজেদের মধ্যে অনুশীলন নয় বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে।

Advertisements

পরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ই জানুয়ারি তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন ভারতীয় কন্যারা। সেই অনুযায়ী সোমবার রাতে ২৯ জন ফুটবলারদের একটি তালিকা ঘোষণা করেন হেড কোচ। সেই অনুযায়ী গোলরক্ষক হিসেবে থাকছেন পান্থই চানু, সৌম্যা নায়ারণ স্বামী, শ্রেয়া হুডা এবং অদ্রিজা সরখেল। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন যথাক্রমে সুইটি দেবী নাঙ্গাংবাম, শিলকি দেবী হেমাম, জুলি কিষাণ,নির্মলা দেবী ফাঞ্জুবাম, সঞ্জু, মালতি মুন্ডা, আস্তম ওরাওঁ, সারিতা ইউমনাম, সুস্মিতা লেপচা এবং মার্টিনা থোকচোম। মাঝমাঠের ফুটবলারদের মধ্যে থাকছেন যথাক্রমে সঙ্গীতা বাসফোর, বাবিনা দেবী লিশম, অঞ্জু তামাং, কার্তিকা অঙ্গমুথু, জাসোদা মুন্ডা, সানফিদা নংরাম এবং প্রিয়দর্শিনী সেল্লাদুরাই।

   

আক্রমণভাগে থাকছেন যথাক্রমে গ্রেস ডাংমেই, মালবিকা পি, সৌম্য গুগুলথ, পিয়ারী, কারিশমা শিরভোইকার, লিন্ডা কম সার্তো, রিম্পা হালদার এবং কাভিয়া পাক্কিরিসামি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements