নয়াদিল্লি: ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের (India vs West Indies Test) দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় ‘মেন ইন ব্লুরা’। যশস্বী জয়সওয়াল, প্রথম দিন দুরন্ত ফর্মে থেকে ১৭৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে মাত্র ২ রান যোগ করেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। যদিও তাঁর রানআউটের পিছনে ভুল বোঝাবুঝির ঘটনা স্পষ্ট, আর সেই ঘটনার কেন্দ্রে রয়েছেন অপর প্রান্তে থাকা অধিনায়ক শুভমন গিল। ডবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার যন্ত্রণা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যশস্বীর মুখে ও আচরণে।
শনিবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরুর দ্বিতীয় ওভারে জেডন সিলসের ফুল লেংথ বল মিড অফে পাঠান যশস্বী। সঙ্গে সঙ্গেই এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন তিনি এবং পিচের প্রায় অর্ধেক পেরিয়েও যান। কিন্তু বিপরীত প্রান্তে থাকা গিল কিছুটা এগিয়েও রান নেওয়া থেকে পিছিয়ে আসেন। বল তখন দ্রুত হাতে তুলে নেন ফিল্ডার তেজনারাইন চন্দ্রপল এবং সোজা থ্রো পাঠান উইকেটরক্ষক টেভিন ইমলাচের দিকে। যশস্বী মাঝপথ থেকে ফিরে যাওয়ার চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইমলাচ উইকেট ভেঙে দেন এবং যশস্বী ক্রিজে পৌঁছানোর আগেই আউট হয়ে যান।
এই রান আউটের পর যশস্বী স্পষ্টভাবে হতাশা প্রকাশ করেন। কিছু সময় ক্রিজেই দাঁড়িয়ে থাকেন এবং তারপর শুভমন গিলের দিকে কিছু বলেন, যার পরিপ্রেক্ষিতে দু’জনের মধ্যে হালকা বাদানুবাদও হয়। দর্শকদের অনেকেই দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান, কিন্তু চোখেমুখে যশস্বীর ক্ষোভ ছিল স্পষ্ট।
যদিও এই রান আউট নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ইমলাচ যখন বল হাতে উইকেটে লাগান। সেই মুহর্তে তাঁর হাত থেকে বল খানিকটা সরে গিয়েছিল। অর্থাৎ বল হাতে পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকায় উইকেট ভাঙার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু মাঠের আম্পায়াররা সিদ্ধান্ত দেন সরাসরি এবং বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে না পাঠিয়ে যশস্বীকে আউট ঘোষণা করেন। যশস্বী নিজেও সেই মুহূর্তে রিভিউ নেননি, যা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই আউটের ফলে যশস্বীর দুর্দান্ত ইনিংস থেমে যায় ১৭৫ রানে। ডবল সেঞ্চুরির থেকে মাত্র ২৫ রান দূরে ছিলেন তিনি। প্রথম দিন থেকেই তিনি যেভাবে খেলে চলেছিলেন, তাতে অনেকেই আশা করেছিলেন একটি সেরা টেস্ট ইনিংস দেখবেন। কিন্তু এক ভুল সিদ্ধান্ত ও বোঝাপড়ার ঘাটতির ফলে তা আর হলো না।গিলের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। যশস্বী যখন স্পষ্টভাবে রান নেওয়ার জন্য ডাক দেন এবং নিজে অর্ধেক পথ অতিক্রম করে ফেলেন, তখন গিল কেন দৌড়ালেন না। সেই নিয়েই প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞ ও নেটিজেনরা। অনেকেই মনে করছেন, এমন পরিস্থিতিতে অধিনায়কের আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।