নিয়মরক্ষার ম্যাচের একাদশে ‘বিরাট রদবদল’! রইল সম্ভাব্য একাদশ

India vs Sri Lanka in Asia Cup Super Four team changes like Jasprit Bumrah take Rest ahead Final

শুক্রবার এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরের (Asia Cup Super Four) শেষ ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) মুখোমুখি হবে ভারত (Indian Cricket Team)। যদিও ইতিমধ্যেই ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে শুভমন গিলরা (India Cricket News)। তাই এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। আর সেই কারণেই একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে (Bengali Sports News)। ফাইনালের (Asia Cup Final) আগে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের লক্ষ্য, রিজার্ভ বেঞ্চকে (Pakistan) ম্যাচের চাপের মধ্যে দেখে নেওয়া এবং মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া।

Advertisements

বিশ্রামে বুমরাহ, সুযোগ পেতে পারেন অর্শদীপ-হর্ষিত

ফাস্ট বোলিং বিভাগে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারেন জশপ্রীত বুমরাহ। সুপার ফোরে পরপর দু’টি ম্যাচে খেলার পরে তাকে বিশ্রাম দেওয়ার প্রবল সম্ভাবনা। বদলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়াকেও, যার জায়গায় খেলানো হতে পারে তরুণ হর্ষিত রানা।

ফর্মে না থাকা ব্যাটারদের জন্য বড় সুযোগ

সুপার ফোরে ব্যাট হাতে তেমন ছন্দে না থাকায় ফাইনালের আগে নিজেদের ফিরে পাওয়ার জন্য বড় সুযোগ পাচ্ছেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন। সঞ্জুকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে ওপেনিং দেখা যেতে পারে, শুভমন গিলকে বিশ্রাম দিয়ে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ না পাওয়া রিঙ্কু সিং এবার প্রথম একাদশে থাকতে পারেন।

এই ম্যাচেও ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে, যিনি এশিয়া কাপে ধারাবাহিকভাবে রান করে চলেছেন। তিন নম্বরে থাকবেন তিলক বর্মা, যিনি পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন।

স্পিন বিভাগে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের জায়গা মোটামুটি পাকা। তবে সবচেয়ে বড় চিন্তা এখন ভারতীয় দলের ফিল্ডিং। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত ভারতীয় ফিল্ডাররা ১২টি ক্যাচ ছেড়েছেন। শুধু বাংলাদেশ ম্যাচেই পাঁচটি ক্যাচ মিস হয়েছে। তাই নিয়মরক্ষার এই ম্যাচে কোচ গম্ভীরের নজর থাকবে ফিল্ডিংয়ে উন্নতি ঘটানোর দিকে।

সম্ভাব্য একাদশ (ভারত বনাম শ্রীলঙ্কা):

Advertisements

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (ওপেন করতে পারেন), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলে, কুলদীপ যাদব, অর্শদীপ সিং,

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচের ফল টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলবে না। তবে দলের গভীরতা যাচাই করতে এবং গুরুত্বপূর্ণ ফাইনালের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি, ভারতের ফিল্ডিং দুর্বলতা কাটিয়ে উঠতেও এই ম্যাচে নজর থাকবে সব কিছুর উপরে।

India vs Sri Lanka in Asia Cup Super Four team changes like Jasprit Bumrah take Rest ahead Final