প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশে ‘বিরাট’ চমক, বাদ পড়লেন কে?

india-vs-south-africa-2025-1st-t20-predicted-playing-xi-shubman-gill-returns

দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২-০ টেস্ট সিরিজ হারের ধাক্কা কাটিয়ে ভারতীয় দল (India vs South Africa) দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ওডিআই সিরিজ জিতে ২-১ ব্যবধানে। বিরাট কোহলির ২০১৬ সালের সেই ‘ভিনটেজ’ রূপের দেখা মিলেছে এই সিরিজে। মাত্র তিন ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক। তবে ওডিআই শেষ, এবার আলোচনার কেন্দ্রে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, কটকের বারাবাটি স্টেডিয়ামে।

গতবারের ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জিতেছিল। ব্যাট হাতে জ্বলেছেন তিলক ভার্মা—টানা দুটি সেঞ্চুরি; আর ওপেনিংয়ে দুর্দান্ত ছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু সময় পাল্টেছে। ফর্মহীনতার কারণে স্যামসন যেন দল থেকেই বাইরে চলে গেছেন, ওপেনারের জায়গাটিও হারিয়েছেন।

   

এবার ওপেনার হিসেবে ফিরছেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। যদিও তিনি সম্প্রতি ঘাড়ের চোটে ভুগছিলেন, তবে এখন পুরোপুরি ফিট। তাই প্রথম টি-টোয়েন্টি জন্য ভারত কী নিয়ে মাঠে নামতে পারে, তা জানা যাক একনজরে—

সম্ভাব্য ভারতীয় একাদশ :

১. শুভমন গিল
চোট কাটিয়ে ফিরেছেন। টি২০ দলের ভাইস–ক্যাপ্টেন হিসেবে ওপেনিংয়ে ফিরতেই চলেছেন।

২. অভিষেক শর্মা
বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটার। ২০২৫ সালে তার ব্যাট থেকে এসেছে ১৪৯৯ রান ও শতাধিক ছক্কা।

৩. তিলক বর্মা
এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত অর্ধশতকে ম্যাচসেরা। গুরুত্বপূর্ণ নং ৩ ব্যাটার।

৪. সূর্যকুমার যাদব (অধিনায়ক)
অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ছন্দ ফিরে পেয়েছেন। নেতৃত্বে আস্থা ও আগ্রাসন দুটোই রয়েছে।

৫. সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
চেন্নাই সুপার কিংসের নতুন সদস্য। জিতেশ শর্মার থেকে এগিয়ে প্রথম পছন্দ উইকেটরক্ষক হিসেবে।

৬. হার্দিক পান্ডিয়া
সম্পূর্ণ ফিট। পেস–বোলিং অলরাউন্ডার হিসেবে শিভম দুবেকে পিছনে ফেলে দলে ফিরতে চলেছেন।

৭. অক্ষর প্যাটেল
স্পিন–অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে টপকে প্রথম পছন্দ। ব্যাটেও নির্ভরযোগ্য।

৮. কুলদীপ যাদব
শেষ দুই ওডিআইতে ৪টি করে উইকেট। দারুণ ফর্মে আছেন, তাই নিশ্চিতভাবেই দলে।

৯. বরুণ চক্রবর্ত্তী
কুলদীপের পাশে দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ‘মিস্ট্রি’ নিয়ে ফিরছেন দলে।

১০. জসপ্রিত বুমরাহ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআইতে বিশ্রামে ছিলেন। এবার পেস অ্যাটাকের নেতৃত্বে সামনে থেকে থাকবেন।

১১. আর্শদীপ সিং
৬৮ ম্যাচে ১০৫ উইকেট, ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইক-বোলার। বাঁহাতি পেসে বৈচিত্র্য যোগ করবেন।

ওডিআই সিরিজ জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জ একেবারেই আলাদা। গিলের ফেরা, হার্দিকের ফিটনেস, স্যামসনের ব্যাট—সব মিলিয়ে প্রথম ম্যাচের প্লেয়িং ইলেভেন হয়ে উঠতে পারে বেশ আকর্ষণীয়। কটকের বারাবাটি স্টেডিয়ামে মঙ্গলবার দেখা যাবে সূর্যকুমার যাদবের দলের নতুন কৌশল ও নতুন জোশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন