আগামী ৯ই অক্টোবর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায় খেলতে নামবে ভারত। যেখানে তাঁদের লড়াই করতে হবে সিঙ্গাপুরের ফুটবল দলের (India vs Singapore) সঙ্গে। বর্তমান ফিফা তালিকা অনুযায়ী ব্লু-টাইগার্সদের থেকে তাঁরা অপেক্ষাকৃত অনেকটাই পিছিয়ে থাকলেও প্রতিপক্ষ দলকে হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দলের বর্তমান কোচ খালিদ জামিল। তাই গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বর্তমান দায়িত্ব প্রাপ্ত কোচ।
সময় এগোনোর সাথে সাথেই জাতীয় শিবিরে কাজ ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের অধিকাংশ দলগুলির পাশাপাশি সুযোগ পেয়েছেন দুই প্রধানের মোট ৫ জন ফুটবলার।
তাঁদের দিকে ও বিশেষ নজর থাকবে সকলের। কিন্তু কোথায় দেখা যাবে এএফসি এশিয়ান কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচ (India vs Singapore)? গত কয়েকদিন ধরে সেই নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জল্পনা। সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো এবারও ফ্যান কোডে দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। যারফলে নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে আগামী ৯ই অক্টোবর বিকেল ৫টায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচ উপভোগ করতে পারবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। উল্লেখ্য, প্রথম লেগে এই ম্যাচের দিন কয়েক পরেই দ্বিতীয় লেগে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আগামী ১৪ই অক্টোবর নিজেদের দেশের মাটিতে খেলতে নামবে ব্লু-টাইগার্স। গোয়ার মারগাও স্টেডিয়ামে সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় লেগের ম্যাচ। যেটি সম্প্রচারিত হবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস চ্যানেলে। যারফলে নেটমাধ্যমের পাশাপাশি টিভিতেও এই ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। গত কাফা নেশনস কাপ থেকেই দারুন ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল। চূড়ান্ত সাফল্য না আসলেও খালিদ জামিলের তত্ত্বাবধানে শক্তিশালী ওমানকে পরাজিত করেছিল গুরপ্রীত ব্রিগেড।