বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা (AFC Qualifiers) অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্স। ভারতীয় সময় বিকেল পাঁচটায় শুরু হবে এই হাইভোল্টেজ ফুটবল ম্যাচ। যেদিকে নজর থাকবে সকলের। উল্লেখ্য, কিছু সপ্তাহ আগেই এই ভারতীয় কোচের হাত ধরে কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জয় করেছিল ভারতীয় ফুটবল দল। সেবার সীমিত শক্তি নিয়েই একের পর এক শক্তিশালী দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই এবার এএফসির এশিয়ান কাপের (AFC Qualifiers) বাছাইপর্বে বাজিমাত করতে চান এই ভারতীয় কোচ।
Also Read | এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনে ভারতের ঐতিহাসিক মুহূর্ত
সেইমতো দলের ফুটবলারদের প্রস্তুত করেছেন খালিদ জামিল (Khalid Jamil)। তবে এবারের এই যোগ্যতা অর্জন পর্বের প্রথম থেকেই যথেষ্ট ব্যাকফুটে থেকেছে ভারত। প্রতিবেশী দেশ তথা বাংলাদেশের পাশাপাশি হংকংমের মতো দলের কাছে ও পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ভারতকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ফুটবল দল। আগামীকাল তাঁদের বিপক্ষেই খেলতে নামছে বিক্রম প্রতাপ সিংরা। অন্যদিকে, একেবারে তলানিতে রয়েছে ভারত। স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়ানো যে সহজ হবে না সেটা বলাই চলে।
Also Read | এএফসি এশিয়ান কাপ ২০৩১ আয়োজনে ভারত সরকারের সমর্থন
যারফলে নিজেদের পূর্ন শক্তি প্রয়োগ করেই তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে ভারতীয় ফুটবল দলের। সেক্ষেত্রে ঠিক কেমন হতে পারে দলের একাদশ ? গত কাফা নেশনস কাপের পারফরম্যান্সের ভিত্তিতে দেখলে এদিন ও তিন কাঠির প্রহরী হিসেবে দেখা যেতে পারে গুরপ্রীত সিং সান্ধুকে। অন্যান্য ম্যাচ গুলির মতো দলের রক্ষণভাগে দেখা যেতে পারে আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গানদের মতো ফুটবলারদের। এছাড়াও রাইটে থাকতে পারেন রাহুল ভেকে এবং লেফট ব্যাকে থাকতে পারেন মহম্মদ উভাইস।
মাঝমাঠে থাকতে পারেন ম্যাকার্টন লুইস, দীপক টাংড়ি এবং ব্রান্ডন ফার্নান্দেজ। দুই উইংয়ে থাকতে পারেন লালিয়ানজুয়ালা ছাংতে এবং লিস্টন কোলাসো। এবং ফরোয়ার্ডে প্রথম থেকে থাকতে পারেন সুনীল ছেত্রী। প্রয়োজনে পরবর্তীতে বিক্রম প্রতাপ সিং কিংবা ফারুক চৌধুরীকে নামানোর কথা ভাবতে পারেন কোচ।