এশিয়া কাপে (Asia Cup) ফের মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan Toss)। আর সেই ম্যাচেই ফের একবার টসের মঞ্চে দেখা গেল কূটনৈতিক শীতলতা। সুপার ফোরের (Asia Cup Super Four) গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল আর একবার তাঁর করমর্দন বর্জনের সিদ্ধান্ত (India Cricket News)।
টসের ঠিক পর, স্বাভাবিক নিয়ম মেনেই দুই অধিনায়কের করমর্দনের দৃশ্য দেখা যায়। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচের মতোই এদিনও পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানালেন সূর্য। টসের পরে নিজের বক্তব্য রেখে সরাসরি ডাগআউটের দিকে পা বাড়ান তিনি। অপরদিকে, কিছুটা দূরে দাঁড়িয়ে থাকেন সলমন।
এই টানাপোড়েনের মূল সূত্রপাত পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। সেই ঘটনার প্রতিবাদে ভারতীয় ক্রিকেট মহলের একাংশ থেকে পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি ওঠে। সেই আবহে সূর্যকুমার যাদবের এই ‘অদৃশ্য বয়কট’ যেন এক স্পষ্ট বার্তা।
সূর্য অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, “পাকিস্তানকে আলাদা করে ভাবার কিছু নেই। ম্যাচটা বাকি যে কোনও ম্যাচের মতোই। ঠান্ডা মাথায় খেলতে হবে।” যদিও এশিয়া কাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে এমন রাজনৈতিক ছায়া পড়ে যাওয়া নতুন নয়। এখন দেখার, মাঠের পারফরম্যান্স কতটা ছাপিয়ে যেতে পারে বাইরের এই চাপা উত্তেজনাকে।
🚨 Toss & Playing XI Update 🚨#TeamIndia elected to bowl in their first game of #Super4.
Here’s our line-up for today 🔽
Updates ▶️ https://t.co/CNzDX2HcvN#AsiaCup2025 pic.twitter.com/NfLpdZkGGd
— BCCI (@BCCI) September 21, 2025
India vs Pakistan Toss update Suryakumar Yadav win toss and decided to bowl first in Asia Cup Super Four match

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
