India vs Pakistan Live : ভারতীয় স্পিনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড পাকিস্তান, ইনিংস বাঁচালেন শাহিন

সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে উত্তাপ ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার…

India vs Pakistan Live Cricket Score in Asia Cup 2025

সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার আবহে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে উত্তাপ ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে। ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ শুরু হওয়ার আগেই টসের সময় চাঞ্চল্য তৈরি করেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দনের প্রথা এড়িয়ে যাওয়ায় বিতর্কের শুরু। কিন্তু মাঠে বল গড়ানোর পর আর কোনও বিতর্ক নয় শুধু ক্রিকেট, আর তাতেই পাকিস্তান বিধ্বস্ত ভারতের স্পিন আক্রমণে।

India vs Pakistan Live Cricket Score

   

India vs Pakistan : বিতর্কে ঢুকতে চাইনা! ভারত-পাক ম্যাচের আগে কি বললেন CAB সভাপতি ?

‌প্রথম ধাক্কায় কাঁপল পাকিস্তান

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন। তবে তাঁর সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নিলেন না ভারতের পেসাররা। ম্যাচের দ্বিতীয় বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হন সাইম আয়ুব। পয়েন্টে দাঁড়িয়ে সহজ ক্যাচ লুফে নেন বুমরাহ।

পরের ওভারে বল হাতে এসে বুমরাহ ফেরান মহম্মদ হ্যারিসকে। একদিকে ভারতের আগুন ঝরানো বোলিং, অন্যদিকে পাকিস্তানের টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণ। ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

‌ফখর-ফারহান চেষ্টা করেন, কিন্তু বেশিক্ষণ নয়

দ্বিতীয় উইকেট পড়ার পর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ফখর জামান ও সাহিবজ়াদা ফারহান। পাওয়ার প্লে-তে রান দাঁড়ায় ৪২/২। কিন্তু ভারত স্পিন আক্রমণ আনতেই ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান।

Sourav Ganguly : বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB মসনদে বসছেন মহারাজ, কি বললেন দুর্নীতি নিয়ে?

‌ভারতের স্পিন ত্রয়ীর সামনে অসহায় পাকিস্তান

ভারতের স্পিন ত্রয়ী অক্ষর পটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী মিলে ধস নামান পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। অক্ষর ফেরান ফখর জামানকে। বরুণ তুলে নেন ফাহিম আশরাফের উইকেট। তবে পাকিস্তানের বিপর্যয়ের আসল নায়ক কুলদীপ যাদব।

পরপর দুটি বলে তুলে নেন হাসান নওয়াজ ও মহম্মদ নওয়াজকে। তৃতীয় উইকেটটি তাঁর ঝুলিতে যায় সাহিবজ়াদা ফারহানকে ফিরিয়ে দিয়ে। ৪৪ বলে ৪০ রান করে দলের ইনিংস কিছুটা গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন ফারহান, কিন্তু একা তিনি আর কতটা পারবেন!

Advertisements

‌প্রথম একাদশে নিয়মিত নন, তবু ম্যাচের মুখ ঘুরিয়ে দিলেন কুলদীপ

এশিয়া কাপে যেন নিজের জায়গা পাকা করতে মরিয়া কুলদীপ। আমিরশাহির বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট। স্লোয়ার, গুগলি, ফ্লাইট সবকিছুই যেন শিখিয়ে দিলেন পাক ব্যাটারদের।

IND vs PAK Live Toss : টসে জিতে ব্যাটিং আঘার! ভারতের বোলিং ইউনিট সামলাবেন কারা?

‌শেষ চেষ্টা শাহিনের, স্কোর টেনে তুললেন ১২৭

১৭ ওভারে পাকিস্তানের রান ছিল মাত্র ৯৫। মনে হচ্ছিল, হয়তো অলআউট হয়ে যাবে ১১০ আগেই। তখনই ব্যাট হাতে এলেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের মেজাজের সঙ্গে একেবারেই অমিল এক ইনিংস খেললেন তিনি।

মাত্র ১৬ বলে ৩৩ রান। চারটি ছক্কা। শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে টানা দুটি ছক্কা মেরে ভারতের বোলিং লাইনআপকে খানিকটা নড়বড়ে করলেন। এই ইনিংসের জোরেই পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পৌঁছাল ১২৭ রানে।

East Bengal in CFL : ইস্টবেঙ্গলের প্রতিশোধ! সুপার সিক্সে ডায়মন্ডকে হারিয়ে কি বললেন প্রভাত লাকরা?

‌বুমরাহ ব্যর্থ, ব্যতিক্রম শাহিনের বিরুদ্ধে

যেখানে বাকি বোলাররা একের পর এক উইকেট তুলে নিচ্ছেন, সেখানে সবচেয়ে বেশি রান খরচ করলেন বুমরাহ। পাকিস্তানের নীচের সারির ব্যাটারদের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে তাঁকে তুলোধোনা করলেন শাহিন ও সুফিয়ান মুকিম। তবু ইনিংসের শেষ বলে নবম উইকেট তুলে নেন তিনি। ততক্ষণে অবশ্য কাজের কাজ করে ফেলেছেন শাহিন।

India vs Pakistan Live Cricket Score in Asia Cup 2025