এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সুপার ফোরের (Asia Cup Super Four) হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিরুদ্ধে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের স্কোর গড়ল পাকিস্তান (Idnia vs Pakistan)। যদিও প্রথম দশ ওভারে পাকিস্তানের রান রেট ছিল প্রায় ১০, কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতীয় বোলারদের দাপটে কিছুটা লাগাম পড়ে পাকিস্তানের ইনিংসে। তবে যে জায়গায় ভারত (India Cricket News) সবচেয়ে বেশি হতাশ করল, তা হল ফিল্ডিং। একে একে পাঁচটি ক্যাচ মিস, যার মূল্য দিতে হল রানের গতি কমাতে না পারার মাধ্যমে (Bengali Sports News)।
সূর্য-সলমনের করমর্দন বিতর্ক
ম্যাচ শুরুর আগে টসের সময়েও এদিনও ফের বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। সাধারণত টসের পরে দুই অধিনায়ক করমর্দন করেন। কিন্তু ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ফের পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন এড়িয়ে যান। আগের গ্রুপ ম্যাচেও এমনটাই করেছিলেন তিনি। এদিনও টস জিতে সরাসরি নিজের বক্তব্য রেখে ডাগআউটের দিকে পা বাড়ান সূর্য।
শুরুতেই সুযোগ হাতছাড়া
ম্যাচের প্রথম ওভারেই ভারতের হাতে সুযোগ এসেছিল পাকিস্তানকে চাপে ফেলার। হার্দিক পান্ডিয়ার তৃতীয় বলে সাহিবজাদা ফারহান সহজ একটি ক্যাচ দেন থার্ড ম্যান অঞ্চলে। কিন্তু অভিষেক শর্মা বলের লাইন বুঝতে না পেরে ক্যাচ মিস করেন। এরপরেও একই ধারা বজায় থাকে কুলদীপ যাদব, শুভমন গিলও ক্যাচ ফেলেন। সব মিলিয়ে পাঁচটি সহজ সুযোগ হাতছাড়া করে ভারত।
পাকিস্তানের আগ্রাসী শুরু
ফখর জমান ও ফারহান মিলে পাওয়ারপ্লে-তে ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহকে চাপে ফেলে দেন। বুমরাহের প্রথম তিন ওভারে ওঠে ৩৪ রান। আগের মতো আগ্রাসী ভূমিকা নেই বুমরাহের বোলিংয়ে তা চোখে পড়ে স্পষ্টভাবে। ফখর শুরুতেই দুইটি চার মারেন, তবে হার্দিকের অফ কাটারে ক্যাচ দিয়ে ফেরেন ২১ রানে। যদিও সেই আউট নিয়েও বিতর্ক তৈরি হয়। ওয়াকার ইউনিসের দাবি, বল মাটিতে পড়ে গিয়েছিল, যদিও রিপ্লেতে তা প্রমাণিত হয়নি।
ফারহান-সাইমের দাপট
সহজ জীবন পেয়ে ব্যাট হাতে ঝড় তোলেন ফারহান। অর্ধশতরান করেন ৩২ বলে, ছয় ও চার মিলিয়ে ৭টি বাউন্ডারি মারেন। সাইম আয়ুব তাঁকে দারুণ সঙ্গ দেন। তবে দু’জনকেই গুরুত্বপূর্ণ সময়ে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। অভিষেক শর্মা তাঁর কঠিন ক্যাচ ধরার মাধ্যমে কিছুটা পাপস্খলন করেন।
কুলদীপ-বরুণে ফিরে আসে নিয়ন্ত্রণ
স্পিন আক্রমণে ফিরে এসে ভারত ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ আনে। কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী মাঝের ওভারগুলোতে গতি কমিয়ে উইকেট তুলতে থাকেন। কুলদীপের এক স্পেলেই ধাক্কা খায় পাকিস্তান। তবে কুলদীপ একটি রিভিউ নষ্ট করেন, যা অনেকেই অবিবেচক বলে মনে করছেন।
বাজে ফিল্ডিংয়ের দিনে রান আউট ও ক্যাচ
নওয়াজ বোকার মতো রান আউট হন, ক্রিজে ঢুকতে দেরি করে ফেলেন তিনি। অন্যদিকে, শুভমন গিল ক্যাচ ফেলে আরও একবার দলের বিপদ বাড়ান। ফিল্ডিং কোচ টি দিলীপের মাথায় চিন্তার ভাঁজ স্পষ্ট, কারণ আগের তিন ম্যাচে ভারতীয় ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল।
পাকিস্তানের সংগ্রহ কতটা চ্যালেঞ্জিং?
শেষ পর্যন্ত ১৭১ রানে থামে পাকিস্তান। শুরু দেখে মনে হচ্ছিল ১৮০-১৯০-এর দিকে যাবে ইনিংস। কিন্তু ভারতের বোলাররা ১০ ওভারের পর কিছুটা ঘুরে দাঁড়ায়। শিবম দুবে নেন ২টি উইকেট, কুলদীপ ও বরুণও ভালো বল করেন। তবে পাঁচটি ক্যাচ না পড়লে হয়ত পাকিস্তানকে ১৫০ নিচে আটকে রাখা যেত। ভারতের সামনে লক্ষ্য ১৭২ রান।
Innings Break!
We’ve been given a target of 172 runs to chase.
Scorecard – https://t.co/XXdOskvd5M #AsiaCup2025 #Super4 pic.twitter.com/e9iphwUVNi
— BCCI (@BCCI) September 21, 2025
India vs Pakistan in Asia Cup Super Four india drops five cathes pakistan score 171

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
