এশিয়া কাপ ২০২৫ ফাইনাল (Asia Cup Final) ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তবে ম্যাচের আগেই বিতর্কে জড়াল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ের আগের দিন ট্রফির ফটোশুটে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) উপস্থিত থাকলেও অনুপস্থিত ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক (India Cricket News), যা ম্যাচের উত্তাপের আগেই মাঠের বাইরের পরিবেশকে গরম করে তুলেছে (Bengali Sports News)।
প্রথা অনুযায়ী, যেকোনও বড় টুর্নামেন্টের ফাইনালের আগে দুই দলের অধিনায়ককে নিয়ে ট্রফির ফটোসেশন করা হয়। সেটাই নিয়ম। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা গেল। জানা গিয়েছে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে একই মঞ্চে ছবি তুলতে রাজি হননি। যদিও এই বিষয়ে সূর্য কোনও মন্তব্য করেননি, পাকিস্তান অধিনায়কের প্রতিক্রিয়া থেকেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
পাক অধিনায়ক সলমন বলেন, “ওরা যা খুশি করতে পারে। আমরা আমাদের প্রোটোকল মেনে চলব। ওরা যদি আসতে চায়, আসবে। না আসলে আমাদের কিছু বলার নেই।” একই সঙ্গে তিনি আরও বলেন, বাইরের কথা বা মিডিয়ার বিতর্ক নিয়ে তাঁদের দল মাথা ঘামাচ্ছে না, তাঁদের লক্ষ্য শুধুই ম্যাচ জেতা।
সূর্যের ফটোশুট এড়িয়ে যাওয়া নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। কিছু বিশেষজ্ঞের মতে, ভারত-পাক রাজনৈতিক সম্পর্কের অবনতি এবং সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির একাধিক কটাক্ষমূলক পোস্ট এই উত্তেজনার মূলে থাকতে পারে। উল্লেখযোগ্য, নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানও, যিনি ফাইনালে ট্রফি বিতরণের জন্য উপস্থিত থাকবেন।
ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অতীতে এ ধরনের ঘটনা বিরল এবং এই সিদ্ধান্তের কূটনৈতিক দিকও রয়েছে।
সলমন আলি আঘা অবশ্য কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “আমি ২০০৭ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছি। কখনও দেখিনি ম্যাচের মধ্যে দল হাত মেলায়নি। অতীতেও খারাপ সময়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, তবুও ভদ্রতা বজায় থেকেছে। হাত না মেলানো ক্রিকেট সংস্কৃতির জন্য খারাপ উদাহরণ।”
ফাইনালের আগের বিতর্কের পাশাপাশি ম্যাচে নজর থাকবে এক উত্তেজনাপূর্ণ দ্বৈরথের দিকে। অভিষেক শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি। ভারতের বোলিং কোচ মর্নি মরকেল মনে করছেন, এই দুই তরুণ তারকার লড়াই ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে পারে।
এশিয়া কাপে দুরন্ত ফর্মে থাকা অভিষেক, এর আগেও শাহিনকে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে ব্যাকফুটে ফেলেছেন। অন্যদিকে, শাহিন নিজেও লড়াকু মানসিকতার জন্য পরিচিত। মরকেল বলেন, “দু’জনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট পছন্দ করে। এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।”
গত সপ্তাহে ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচে একাধিক উত্তপ্ত মুহূর্ত দেখা যায়। অভিষেক, শুভমন এবং পাক পেসার হ্যারিস রউফ মধ্যে কথা কাটাকাটি, রউফের অঙ্গভঙ্গি। এসব এখন অতীত হলেও তার ছায়া রয়েই গিয়েছে। তখনও আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছিল পরিস্থিতি সামলাতে।
40+ years. Countless battles. But never this. !
For the first time ever — India vs Pakistan in an
Asia Cup FINAL. The wait is over.! ✨#INDvPAK #Cricket @BCCI pic.twitter.com/EIr6MVejCX— Doordarshan Sports (@ddsportschannel) September 27, 2025
India vs Pakistan in Asia Cup Final Suryakumar Yadav skips trophy shoot sparks with Salman Ali Agha