৪১ বছরের ইতিহাসে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final) প্রথমবারের মতো আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। দুবাই (Dubai) আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে (India Cricket News)। ২৮ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে ম্যাচ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই (Bengali Sports News)।
এই প্রতীক্ষিত দ্বৈরথকে কেন্দ্র করে দুবাই সরকার নিয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়াম চত্বরজুড়ে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। দর্শকদের খেলা শুরুর অন্তত তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে বলা হয়েছে। একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না।
নিষিদ্ধ তালিকায় রয়েছে আতশবাজি, ফ্লেয়ার, লেজার পয়েন্টার, ধারালো বস্তু, অস্ত্র, বিষাক্ত পদার্থ, সেলফি স্টিক, বড় ছাতা, অনুমোদনহীন ব্যানার বা পতাকা, কাঁচের বোতল, পোষা প্রাণী, সাইকেল, স্কেটবোর্ড এবং যেকোনো ধরনের উসকানিমূলক আচরণ বা সহিংস কার্যকলাপ।
সংযুক্ত আরব আমিরাতের স্পোর্টস ইভেন্ট সিকিউরিটি আইন অনুযায়ী, মাঠে অনধিকার প্রবেশ কিংবা নিষিদ্ধ সামগ্রী বহন করলে হতে পারে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার থেকে ৩০ হাজার দিরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৭ থেকে ৭.৩০ লক্ষ টাকা) জরিমানা। সহিংসতা, বস্তু নিক্ষেপ কিংবা বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শাস্তি আরও কড়া, জরিমানার পাশাপাশি থাকতে পারে জেলও।
নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের প্রতিটি অংশে থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং বিশেষ বাহিনীর টহল। আইন ভঙ্গের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গেই নেওয়া হবে ব্যবস্থা।
ক্রিকেট পরিসংখ্যান অনুযায়ী, ভারত এবার পর্যন্ত এশিয়া কাপ জিতেছে ৮ বার, আর পাকিস্তান ২ বার। এবারের আসরে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। অন্যদিকে পাকিস্তান দুবার পরাজিত হয়েছে শুধু ভারতের বিপক্ষেই। সব মিলিয়ে আজকের ম্যাচে মাঠের লড়াই যেমন উত্তেজনাপূর্ণ। তেমনি গ্যালারিতেও থাকবে নজিরবিহীন নিয়ন্ত্রণ।
It has taken more than 40 years but we finally have it: a first India-Pakistan Asia Cup final 🏆 pic.twitter.com/T2vOiRfURQ
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 26, 2025
India vs Pakistan in Asia Cup Final security rules as Jail to fine in Dubai