এশিয়া কাপ ফাইনালে প্রথমবার ভারত-পাক, চ্যালেঞ্জ ছুঁড়লেন সলমন

এশিয়া কাপে (Asia Cup Final) ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ক্রিকেটবিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ এবার আরও নতুন মাত্রা…

India vs Pakistan in Asia Cup Final but Pakistan Captain Salman Ali Agha challenges team India

এশিয়া কাপে (Asia Cup Final) ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ক্রিকেটবিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ এবার আরও নতুন মাত্রা পেতে চলেছে (India Cricket News)। কারণ এই প্রথমবার মহারণ হবে এশিয়া কাপের ফাইনাল মঞ্চে। আগামী ২৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে ইতিহাস রচনার জন্য মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী (Bengali Sports News)।

চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই দুইবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুটি ম্যাচেই একপেশেভাবে জয় পেয়েছে শুভমন গিলরা। এবার সেই হার ভুলে বদলা নেওয়ার বার্তা নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

   

সুপার ফোরে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট

বৃহস্পতিবার সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও হ্যারিস রউফ (৩১) ও মহম্মদ নওয়াজ (২৫) ব্যাটে ভর করে ১৩৫ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় পাকিস্তান। জবাবে বাংলাদেশ ১২৪-৯ স্কোরে থেমে যায়। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন শাহিন শাহ আফ্রিদি।

জয়ের পর পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) স্পষ্ট বার্তা দিয়েছেন, “এই জয়ই প্রমাণ করে আমাদের দল কতটা স্পেশ্যাল। ব্যাটিংয়ে কিছু ঘাটতি থাকলেও আমরা জানি কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। ভারতকে হারানোর জন্য আমরা তৈরি।”

ফাইনালের আগে বদলার বার্তা

ভারতের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হওয়ার প্রসঙ্গে আত্মবিশ্বাসী সুরেই কথা বলেন পাক অধিনায়ক। তিনি জানান, “আমরা জানি ভারতকে হারাতে কী করতে হবে। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে। রবিবার আমরা প্রস্তুতি সম্পূর্ণ করে মাঠে নামব, আর ভারতকে হারানোর আপ্রাণ চেষ্টা করব।”

শাহিন আফ্রিদির ফর্ম পাকিস্তানের বড় অস্ত্র

বাংলাদেশের বিরুদ্ধে ১৩ বলে ১৯ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন শাহিন আফ্রিদি। বল এবং ব্যাট দুই বিভাগেই কার্যকরী ভূমিকা পালন করছেন এই পেসার। ভারতের বিরুদ্ধে আগের ম্যাচের ব্যর্থতা ভুলে ফাইনালে বড় ভূমিকা রাখার লক্ষ্যে তৈরি আফ্রিদি নিজেও জানিয়েছেন, “ফাইনালের জন্য মুখিয়ে আছি। আগের ম্যাচে যা হয়নি, এবার সেটা পুষিয়ে দিতে চাই।”

কোচের কণ্ঠেও আত্মবিশ্বাস

পাক কোচ মাইক হেসন জানিয়েছেন, “শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। ২০১৭ সাল থেকে পরাজয়ের ধারা ভেঙে অবশেষে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠেছি। এবার ট্রফি জয়ের জন্য মরিয়া আমরা।”

Advertisements

অতীত রেকর্ড ভারতের পক্ষে

চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। ব্যাট, বল, ফিল্ডিং সব বিভাগেই ভারতের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে পাকিস্তান চাইছে বদলা নিতে। তাই ২৮ সেপ্টেম্বরের ফাইনাল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চরমে। ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করতে প্রস্তুত ভারত ও পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন সমর্থকরা। শেষ হাসি কে হাসবে, সেটা জানার জন্য অপেক্ষা মাত্র কয়েকটা দিনের।

India vs Pakistan in Asia Cup Final but Pakistan Captain Salman Ali Agha challenges team India

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News