এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ইতিমধ্যেই জমে উঠেছে। একের পর এক হাইভোল্টেজ ম্যাচের মাঝে নজর এখন একটাই। ১৪ সেপ্টেম্বর, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। যদি এই ম্যাচে ভারত জয়লাভ করে, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে সূর্যের (Suryakumar Yadav)। তিনি হবেন পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচজয়ী ভারতের তৃতীয় অধিনায়ক।
India vs Pakistan : দুবাইয়ে ভারত-পাক মহারণ নিয়ে দিল্লির নীতি অনুসরণ করল BCCI?
এর আগে এই সম্মান পেয়েছেন মাত্র দু’জন অধিনায়ক, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। ধোনির নেতৃত্বে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ৭টি টি-টোয়েন্টি ম্যাচ এবং জিতেছিল বেশিরভাগই। রোহিত শর্মার অধীনে ভারত ৩টি ম্যাচ খেলে জয়লাভ করে। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বে একমাত্র ম্যাচে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই প্রেক্ষিতে সূর্যকুমারের সামনে রয়েছে বিরল কীর্তি গড়ার সুযোগ।
সূর্যের অধিনায়কত্বে ভারতীয় দল এখন পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৮টি ম্যাচে ভারত জয় পেয়েছে। মাত্র ৪ ম্যাচে হেরেছে এবং ১ ম্যাচে টাই হয়েছে। তাঁর অধিনায়কত্বের সবচেয়ে বড় দিক হল বোলিং পরিবর্তনের নিখুঁত সিদ্ধান্ত এবং সময়োপযোগী DRS গ্রহণ করা। এই দক্ষতাই ভারতীয় দলকে বারবার সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে।
প্রথম ম্যাচেই জয়ে সূর্যকুমারের শুরুটা স্বপ্নের মতো
Asia Cup: ভারত-পাক ম্যাচ ঘিরে দিল্লিতে পুড়ল খেলোয়াড়দের কুশপুতুল
এই এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। সেই ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করেছে ভারতীয় দল এবং সংগ্রহ করেছে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট। দলের ফর্মও যথেষ্ট ভাল, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সূর্য বাহিনী।
পাকিস্তান ম্যাচে জিতলেই ইতিহাসের পাতায় সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, চাপ এবং আবেগ। বিশ্ব ক্রিকেটে অন্যতম চর্চিত দ্বৈরথ এটি। সেই ম্যাচে অধিনায়ক হিসেবে জয়লাভ করা মানে শুধু দলের নয়, ব্যক্তিগত কেরিয়ারেও এক বড় মাইলস্টোন। আর সেই সুযোগটাই পাচ্ছেন সূর্যকুমার যাদব। তাঁর মসৃণ নেতৃত্ব, ক্রিকেটীয় মস্তিষ্ক এবং মাঠে ঠান্ডা মাথার সিদ্ধান্ত যদি ১৪ তারিখেও কার্যকর হয়, তাহলে সূর্যর নাম ভারতের সফলতম টি-২০ অধিনায়কদের তালিকায় উঠে যাবে আরও ওপরে।
Captaincy Kings! 👑 Suryakumar Yadav tops the charts with a stunning 82.6% win record, followed by Rohit Sharma, Virat Kohli, Hardik Pandya & MS Dhoni in T20Is. 🇮🇳🔥 #SuryakumarYadav #RohitSharma #ViratKohli #HardikPandya #MSDhoni #T20Cricket #TeamIndiaSEO pic.twitter.com/o7rgDgvDh2
— Diamond247 News (@Diamond247N) September 13, 2025
২০২৫ এশিয়া কাপের জন্য ভারতীয় দল:
অধিনায়ক: সূর্যকুমার যাদব
সহ-অধিনায়ক: শুভমান গিল
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ
India vs Pakistan in Asia Cup 2025 Suryakumar Yadav eyes history as Winning captain third time