এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর (Asia Cup 2025 Super Four) রাউন্ড শুরু হতে চলেছে ২০ সেপ্টেম্বর থেকে। আর তার পরের দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সমর্থকদের মধ্যে। শুধু ক্রিকেটপ্রেমী ভারত কিংবা পাকিস্তান নয়, গোটা উপমহাদেশ অপেক্ষা করে আছে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার হাইভোল্টেজ ম্য়াচ দেখার জন্য।
গ্রুপ পর্বে দুই দল একবার একে অপরের মুখোমুখি হয়েছিল, যেখানে ভারতীয় দল ৭ উইকেটে দাপুটে জয় তুলে নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই হারের পর স্বাভাবিকভাবেই আগামী ম্যাচে বদলা নিতে মরিয়া পাকিস্তান। অন্যদিকে ভারতও চাইবে ধারাবাহিকতা বজায় রেখে সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করতে।
পাকিস্তান শেষ মুহূর্তে টিকিট কাটল সুপার ফোরের
পাকিস্তান তাদের গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৪১ রানে জয়লাভ করে সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করে। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ১৪৬ রান। ফখর জামান করেন কার্যকরী একটি হাফসেঞ্চুরি। জবাবে পুরো UAE দল ১০৫ রানে গুটিয়ে যায়। সেই জয় পাকিস্তানকে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে পৌঁছে দেয়।
ভারত ছিল প্রথম কোয়ালিফায়ার
অন্যদিকে, ভারতীয় দল ইতিমধ্যেই অসাধারণ ফর্মে রয়েছে। তারা ওমান এবং পাকিস্তান, দুটো দলকেই পরাজিত করে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে সুপার ফোরে জায়গা করে নেয়। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতীয় বোলার এবং ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফর্ম করে। বিশেষ করে শুভমন গিল এবং অভিষেক শর্মার ব্যাটে ভর করে ভারত সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে।
উত্তেজনার কেন্দ্রে ভারত-পাকিস্তান ম্যাচ
ভারত-পাকিস্তান মানেই যেন আলাদা আবেগ, এক অনন্য ক্রিকেট যুদ্ধ। অতীত অভিজ্ঞতা বলছে, এই দুই দলের মুখোমুখি ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছয়। মাঠে যেমন তীব্র লড়াই দেখা যায়, তেমনি মাঠের বাইরেও নানা বিতর্ক, আবেগ ও আলোচনা চলে।
এই ম্যাচটি হতে চলেছে ২১ সেপ্টেম্বর, ভারতীয় সময় রাত ৮টা থেকে। ভেন্যু সেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রতিবারের মতো এবারও স্টেডিয়াম হাউসফুল হওয়ার সম্ভাবনা প্রবল, টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মেও রেকর্ড ভিউয়ারশিপের আশা করা হচ্ছে।
সুপার ফোরের সূচি
সুপার ফোর রাউন্ডে মোট ছ’টি ম্যাচ খেলা হবে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। পূর্ণ সূচি নিম্নরূপ:
২০ সেপ্টেম্বর: B1 vs B2, দুবাই
২১ সেপ্টেম্বর: ভারত (A1) vs পাকিস্তান (A2), দুবাই
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান (A2) vs B1, আবু ধাবি
২৪ সেপ্টেম্বর: ভারত (A1) vs B2, দুবাই
২৫ সেপ্টেম্বর: পাকিস্তান (A2) vs B2, দুবাই
২৬ সেপ্টেম্বর: ভারত (A1) vs B1, দুবাই
ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোরে যে দুটি দল সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে, তারাই পৌঁছে যাবে ফাইনালে।
যদিও এখনও অবধি কোনও বড় বিতর্ক তৈরি হয়নি, তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের তুঙ্গে থাকা দুই দলের ভক্ত ও মিডিয়া। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে খেলোয়াড়দের মানসিক চাপ, সবটাই থাকে চূড়ান্ত পর্যায়ে। অতীতে এমন বহু ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা গড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। তাই ম্যাচ শুরুর আগে থেকেই প্রশাসনিক ও আয়োজক সংস্থাগুলির প্রস্তুতি তুঙ্গে।
Ready for Round 2 This Sunday! 🔥🇮🇳🇵🇰
India vs Pakistan Set for a Super 4 Showdown in the Asia Cup 🏏💥#SuryakumarYadav #ShubmanGill #INDvPAK #AsiaCup #CricketNews pic.twitter.com/v21PtHNcNY— CRICONE (@onecric_) September 18, 2025
India vs Pakistan in Asia Cup 2025 Super Four match preview date time venue & live Streaming details