India vs Pakistan : ২২ গজের পরিসংখ্যানে এগিয়ে কে? রইল ভারত -পাক মহারণের সম্ভাব্য একাদশ

রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইয়ের মাঠে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ২০২৫ এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ ‘এ’ ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে,…

India vs Pakistan in Asia Cup 2025 high voltage clash stats history to Playing XI

রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইয়ের মাঠে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ২০২৫ এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ ‘এ’ ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা রয়েছে, তবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সেই পুরনো উন্মাদনা যেন অনেকটাই ম্লান। সীমান্ত রাজনীতি, কূটনৈতিক পরিস্থিতি ও মাঠের বাইরের বিতর্ক সব মিলিয়ে ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ বাড়লেও, গ্যালারি বা সামাজিক মাধ্যমে আগের মতো হাইপ নেই।

East Bengal in CFL : ডুরান্ডের স্মৃতি ভুলে ডায়মন্ডের সামনে লাল-হলুদের অগ্নিপরীক্ষা!

   

বিশেষ করে পহেলগাঁও পরিস্থিতি ও অপারেশন ‘সিঁদুর’ পর, ম্যাচটি শুধুমাত্র ক্রিকেটের লড়াই নয় যেন একপ্রকার মর্যাদার সংগ্রাম। যদিও বিসিসিআই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবিকে উপেক্ষা করে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই রাজনৈতিক পটভূমি ম্যাচকে আরও জটিল করেছে।

ভারত এগিয়ে পরিসংখ্যানে

ক্রিকেট পরিসংখ্যান বলছে, ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই একপাক্ষিক। বিশেষ করে এশিয়া কাপে ভারতীয় দল অনেকটাই এগিয়ে। এখন পর্যন্ত ৮ বার শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান মাত্র ২ বার। টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি লড়াইয়েও ১০-৩ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

এই মুহূর্তে ভারত বিশ্ব টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে ওমানের বিরুদ্ধে পাকিস্তান জিতলেও, ভারতের জয় ছিল আরও দাপুটে আমিরশাহির বিরুদ্ধে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল পুরোপুরি ফর্মে রয়েছে। বুমরাহ, কুলদীপ, শিবম দুবে প্রত্যেকে ব্যাটে-বলে সমান ধারালো। অপরদিকে, পাকিস্তানের ব্যাটিং এখনও প্রশ্নবিদ্ধ। তবে শাহীন আফ্রিদির পেস আক্রমণ যেকোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।

আজকের ম্যাচ: সম্ভাব্য একাদশ

ভারত: শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ

India vs Pakistan : আজ ৩ মহারণ! কখন, কোথায় দেখবেন সুপার সানডের সব খেলা? জেনে নিন

Advertisements

পাকিস্তান: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মহম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ

সমর্থকদের উৎসাহ কোথায়?

যেখানে এক সময় ভারত-পাক ম্যাচ মানেই ছিল আবেগ, সেখানে এবার সেই রোমাঞ্চ অনেকটাই অনুপস্থিত। আগে যেমন টিকিটের চাহিদা আকাশছোঁয়া হতো, এবার গ্যালারিতে ফাঁকা সিটও চোখে পড়তে পারে। অনলাইন হ্যাশট্যাগ বা ফ্যান ওয়ারের সংখ্যাও অনেক কম। তবে খেলা শুরু হলে, পরিস্থিতি বদলে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কখন ও কোথায় দেখবেন?

ভারত বনাম পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Sony Sports Network। ডিজিটাল মাধ্যমে ম্যাচটি দেখা যাবে SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে, যেখানে সাবস্ক্রিপশন প্রয়োজন। ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৮টাতে (IST)।

India vs Pakistan in Asia Cup 2025 high voltage clash stats history to Playing XI