Asia Cup 2025 : ভারত হাত মেলায়নি, প্রতিবাদ জানাতে ‘বড় সিদ্ধান্ত’ নিল সলমন

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে উত্তাল জনস্রোত, আর ম্যাচের বাইরে আলোচনার ঝড়। এবারের…

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy Salman Ali Agha boycott Award Ceremony

এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই, গ্যালারিতে উত্তাল জনস্রোত, আর ম্যাচের বাইরে আলোচনার ঝড়। এবারের ম্যাচেও ব্যতিক্রম ঘটেনি। তবে এক ঘটনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় (Handshake Controversy) স্পষ্টতই হতাশ হয়েছেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। আর সেই হতাশা থেকেই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।

India in Asia Cup : কার নির্দেশে হাত মেলালেন না দুই দেশের ক্রিকেটাররা? নাম ফাঁস করল পাক বোর্ড

   

এটা ক্রিকেটের চিরাচরিত রীতি, ম্যাচ শেষে জয়ী এবং পরাজিত দলের অধিনায়করা একে অপরের সঙ্গে করমর্দন করেন, বক্তব্য রাখেন, এবং খেলাকে সম্মান জানিয়ে সমাপ্তি টানেন। কিন্তু এবার যেন সেই সৌজন্যতাকে পেছনে ফেলল প্রতিদ্বন্দ্বিতার চাপ। পাকিস্তানের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও ভারতীয় শিবির থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ।

PCB give statement on why India Cricketers boycott handshake with Pakistan in Asia Cup 2025

সূর্যকুমারের কথায় ইঙ্গিতপূর্ণ বার্তা

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন,“আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।” এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত আদৌ স্বতঃস্ফূর্ত ছিল না, বরং পরিকল্পিত ছিল।

সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর যখন কুলদীপ যাদবের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, তখনই সূর্যকুমারকে মঞ্চে ডাকা হয়। সেসময় সলমন আঘাকে কোথাও দেখা যায়নি। প্রথমে অনুপস্থিতির কারণ স্পষ্ট না হলেও পরে সব পরিষ্কার হয়ে যায় পাকিস্তান কোচ মাইক হেসনের বক্তব্যে।

India vs Pakistan Update

পাক কোচের ক্ষোভ স্পষ্ট

পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, “ওদের (ভারতের) আচরণে আমরা ভীষণ হতাশ। ম্যাচ শেষে আমরা সৌজন্যবোধ দেখাতে চেয়েছিলাম, ওদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হল না। সেই হতাশা থেকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক সলমন অংশ নেয়নি।” তিনি আরও বলেন, “আমরা খেলার ফলাফলের থেকেও বেশি গুরুত্ব দিই পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানকে। যেটা আমরা পাইনি।”

Advertisements

মাঠের বাইরের মনোভাবের ছায়া পড়ল খেলায়?

খেলার আগেই টসের সময় ভারতীয় অধিনায়ক করমর্দন এড়িয়ে যান সলমন আঘার সঙ্গে। এরপর ম্যাচ শেষেও একই চিত্র। ম্যাচের পর সংবাদমাধ্যমে ভারতীয় শিবির এই বিষয়টি নিয়ে তেমন কিছু না বললেও সূর্যকুমার এবং অন্যান্যদের প্রতিক্রিয়া থেকে অনেকটাই পরিষ্কার, সম্পর্কের জটিলতাই হয়ত সৌজন্য এড়িয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ।

উল্লেখ্য, ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। কিন্তু ম্যাচ-পরবর্তী সৌজন্যতাবোধের অভাব আরও বড় প্রশ্ন তুলে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্পর্কের ওপর।

India vs Pakistan Live Cricket Score in Asia Cup 2025

 

ক্রিকেটের ময়দান কূটনীতির ছায়ায়?

এশিয়া কাপের এই ম্যাচটি আরও একবার মনে করিয়ে দিল, ক্রিকেট শুধু খেলা নয়, কখনও কখনও তা রাজনৈতিক সম্পর্কের প্রতিফলনও বটে। যেখানে হাত না মেলানোও হয়ে ওঠে একপ্রকার ‘বয়কট’।

India vs Pakistan in Asia Cup 2025 handshake controversy Salman Ali Agha boycott Award Ceremony