করমর্দন বিতর্কের মধ্যেই রবিবার সুপার ফোরে ভারত-পাক মহারণ

এক সপ্তাহের ব্যবধানে আবার সেই রোমাঞ্চ, আবার সেই উত্তেজনা। এশিয়া কাপে (Asia Cup 2025) রবিবার দ্বিতীয় বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs…

India vs Pakistan in Asia Cup 2025 clash renews handshake row cricket focus sunday Super Four match

এক সপ্তাহের ব্যবধানে আবার সেই রোমাঞ্চ, আবার সেই উত্তেজনা। এশিয়া কাপে (Asia Cup 2025) রবিবার দ্বিতীয় বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। তবে ক্রিকেট মাঠের চেয়ে যেন বাইরের বিতর্কই বেশি শিরোনামে। করমর্দন-বিতর্ক থেকে শুরু করে পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকি (Cricket News)। সমস্ত কিছু ছাপিয়ে এখন নজর ফেরানোর সময় মূল খেলায় (Bengali Sports News)।

১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর শুরু হয়েছিল বিতর্কের ঢেউ। ম্যাচ শেষে দুই অধিনায়কের করমর্দন না হওয়াকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছিল কূটনৈতিক সৌজন্যবোধ নিয়েই। পাকিস্তানের পক্ষ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়। এমনকি টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও শেষপর্যন্ত এক ঘণ্টা দেরিতে হলেও আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান।

   

এই বিতর্কের মাঝেই ভারত কিন্তু নিঃশব্দে নিজেদের কাজ করে গিয়েছে। ওমানের বিরুদ্ধে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়লেও জিতে নিয়েছে ম্যাচ। সুপার ফোরে (Asia Cup Super Four) প্রবেশ করেছে তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে। পাকিস্তান জিতেছে দু’টি ম্যাচ। ফলে রবিবারের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হলেও, ফর্ম ও মোমেন্টামের দিক দিয়ে ভারতের দিকেই পাল্লা ভারী।

ভারতীয় দলে বুমরাহ-বরুণের প্রত্যাবর্তন নিশ্চিত

ওমানের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অনুপস্থিতিতে ভারতীয় বোলিং আক্রমণের ধার যে অনেকটা কমে গিয়েছিল, তা স্পষ্ট। পাকিস্তানের বিরুদ্ধে তাই তাঁর প্রথম একাদশে ফেরা একপ্রকার নিশ্চিত। সঙ্গে ফিরবেন বরুণ চক্রবর্তীও।

স্পিন আক্রমণে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলও থাকবেন। যদিও ওমানের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে অক্ষরের মাথায় চোট লেগেছিল, ফিল্ডিং কোচ টি দিলীপ নিশ্চিত করেছিলেন, খেলায় তাঁর কোনও সমস্যা নেই।

বড় মঞ্চে পরীক্ষার সুযোগ নেই

ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অভিষেক শর্মা ও শুভমন গিল ওপেন করবেন, তিনে তিলক বর্মা, চারে সূর্যকুমার যাদব, পাঁচে সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে চিন্তা রয়েই যাচ্ছে। হার্দিক, অক্ষর কিংবা শিবম দুবে এখনও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে চাপের মুহূর্তে তাঁদের দায়িত্ব নিতে হবে।

পাকিস্তানের ব্যাটিং চিন্তার কারণ

পাকিস্তানের ব্যাটিং লাইন আপ রীতিমতো ধুঁকছে। ওপেনার সাইম আয়ুব তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। ক্রিকেটমহলে তাঁকে নিয়ে রীতিমতো হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, তিনি সইদ আনোয়ার হতে চেয়েছিলেন, কিন্তু সইদ আজমল হয়ে যাচ্ছেন! আয়ুবের অবস্থা এমনই, ব্যাটের চেয়ে বলে বেশি উইকেট নিচ্ছেন।

Advertisements

বাকি ব্যাটারদের মধ্যেও আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। সাহিবজ়াদা ফারহান, হাসান নওয়াজ চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত ফল আসেনি। একমাত্র ফখর জামানই নিয়মিত রান করছেন।

বোলিং আক্রমণেই ভরসা পাকিস্তানের

শাহিন আফ্রিদি এখনও সেই পুরনো ছন্দে ফিরতে পারেননি। হ্যারিস রউফকে একাদশে রাখা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এই স্পিডস্টার ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন। ভারতের টপ অর্ডারকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে ম্যাচের দিকবদল হতে পারে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়েছেন, বাইরের বিতর্ক তাঁদের খেলায় প্রভাব ফেলছে না। তাঁর কথাতেই ফুটে উঠেছে আত্মবিশ্বাস। তিনি বলেন, “মাঠের বাইরের আওয়াজে কান দিচ্ছি না।” এশিয়া কাপে ফাইনালে মুখোমুখি হওয়ার আগে এটিই হতে পারে ভারত-পাকিস্তানের শেষ সাক্ষাৎ। তাই রবিবারই আসল প্রমাণের দিন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News