পাকিস্তানের বিপক্ষে কেমন দল সাজাতে পারে ভারত? দেখুন

SAFF Championship India vs Pakistan

মাত্র কিছু মিনিট, তারপরেই পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে সাফ কাপের অভিযান শুরু করবে ভারত। সদ্য লেবানন কে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারত। তার আগে কিরঘিজ রিপাবলিকান কে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে সুনীল ব্রিগেড। এবার পাক ব্রিগেড কে হারিয়ে সাফ অভিযান শুরু করার পরিকল্পনা স্টিমাচের। কেমন হতে পারে দলের প্রথম একাদশ।

যতদূর শোনা যাচ্ছে, আজ গোলরক্ষক হিসেবে মাঠে থাকতে পারেন অমরিন্দর সিং। সেইসাথে বাকিরা হলেন, শুভাশিষ বোস, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, সন্দেশ ঝিঙ্গান, জিকসন সিং, আব্দুল সামাদ, প্রীতম কোটাল, আশিক কুরুনিয়ান, ছাংতে ও অধিনায়ক হিসেবে থাকছেন সুনীল ছেত্রী। এবার এই একাদশ রেখেই বাজিমাত করতে চান স্টিমাচ।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন