১৫ ফেব্রুয়ারি, ২০২৬ দিনটা আগেই লাল ক্যালেন্ডারে চিহ্নিত করে ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ ওই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সূর্যকুমার যাদব বনাম শাহিন আফ্রিদি মহাদ্বৈরথ ঘিরে উন্মাদনার পারদ ইতিমধ্যেই চড়ছে। তবে উত্তেজনার মাত্রা সেখানেই থেমে থাকছে না। একই দিনে আরও একবার বাইশ গজে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মানেই ডবল ক্রিকেট ফিভার।
অনুমতি ছাড়া মেসি ম্যাচ! দোষ স্বীকার করেই শাস্তির মুখে এরা?
দেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গতবারের চ্যাম্পিয়ন। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই, আর সেই গ্রুপেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বহুল প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি। যদিও বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলেও নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে শ্রীলঙ্কায়। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। আর তিনবারই জয় এসেছিল ভারতের ঝুলিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মহিলা ওয়ানডে বিশ্বকাপ, সাম্প্রতিক বড় মঞ্চগুলোতেও ভারতের আধিপত্য স্পষ্ট।
ঠিক এই আবহেই সামনে এল আরেক বড় খবর। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। থাইল্যান্ডে আয়োজিত এই প্রতিযোগিতায় এশিয়ার উদীয়মান মহিলা ক্রিকেটাররা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও নেপাল। ভারতের অভিযান শুরু ১৩ ফেব্রুয়ারি আমিরশাহীর বিরুদ্ধে। আর ঠিক দু’দিন পর, ১৫ ফেব্রুয়ারি মহিলা ক্রিকেটেও ভারত-পাক মহারণ।
এই প্রথমবার একই দিনে পুরুষ ও মহিলা ক্রিকেটে দু’দুবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখবে বিশ্ব। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপা উত্তেজনা, অন্যদিকে তরুণী ক্রিকেটারদের সাহসী লড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে ঐতিহাসিক দিন হতে চলেছে ১৫ ফেব্রুয়ারি।
সন্তোষ ট্রফির ম্যাচ গুলির এবার সময় বদল, জেনে নিন
উল্লেখযোগ্য বিষয় হল, পুরুষদের রাইজিং এশিয়া কাপে শেষবার পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। ফলে মহিলা রাইজিং স্টারস টুর্নামেন্টে সেই হিসেব চুকিয়ে দেওয়ারও সুযোগ থাকবে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের দামও চমকে দেওয়ার মতো। শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র ১৫০০, ভারতীয় টাকায় প্রায় ৪৩৯ টাকা। বিশ্বকাপের ইতিহাসে এত কম দামে ভারত-পাক ম্যাচের টিকিট আগে কখনও পাওয়া যায়নি। প্রথম পর্বের টিকিট বিক্রির সময় যেমন হুড়োহুড়ি পড়েছিল, দ্বিতীয় পর্বেও তার ব্যতিক্রম হয়নি। টিকিট বিক্রি শুরু হতেই একাধিকবার ক্র্যাশ করেছে ওয়েবসাইট।
