ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড(New Zealand)।
বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand Test) তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচে নিউজিল্যান্ড এক পরিবর্তন করেছে, ইনজুরিতে থাকা পেসার ম্যাট হেনরি’র পরিবর্তে দলে যুক্ত হয়েছে বামহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ভারতের দলে হয়েছে তিনটি পরিবর্তন। মহম্মদ সিরাজ, কে এল রাহুল, কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর এবং শুভমন গিল। এই ম্যাচটি সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতীয় দলের জন্য।
নিউজিল্যান্ডের দলের অধিনায়ক টম ল্যাথাম। তাঁর সঙ্গে ওপেনিংয়ে আছেন ডেভন কনওয়ে। মিডল অর্ডারে রয়েছেন উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা এবং ড্যারেল মিচেল। টম ব্লান্ডেল উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন টিম সাউথি।
ভারতের অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা। ওপেনিংয়ে খেলবেন যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে আছেন শুভিমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। স্পিনার হিসেবে দলে রয়েছেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।
🚨 Team Update 🚨
3⃣ changes for #TeamIndia in the 2nd Test
A look at our Playing XI 👌👌
Live – https://t.co/YVjSnKCtlI#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/O3DFFmNF7r
— BCCI (@BCCI) October 24, 2024