HomeSports NewsIndia vs New Zealand Test : টস জিতে ভারতকে বিপাকে ফেলে বড়...

India vs New Zealand Test : টস জিতে ভারতকে বিপাকে ফেলে বড় সিদ্ধান্ত কিউইদের, তিন পরিবর্তন দলে

- Advertisement -

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড(New Zealand)।

বৃহস্পতিবার থেকে শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand Test) তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচে নিউজিল্যান্ড এক পরিবর্তন করেছে, ইনজুরিতে থাকা পেসার ম্যাট হেনরি’র পরিবর্তে দলে যুক্ত হয়েছে বামহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ভারতের দলে হয়েছে তিনটি পরিবর্তন। মহম্মদ সিরাজ, কে এল রাহুল, কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর এবং শুভমন গিল। এই ম্যাচটি সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতীয় দলের জন্য।

   

নিউজিল্যান্ডের দলের অধিনায়ক টম ল্যাথাম। তাঁর সঙ্গে ওপেনিংয়ে আছেন ডেভন কনওয়ে। মিডল অর্ডারে রয়েছেন উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা এবং ড্যারেল মিচেল। টম ব্লান্ডেল উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন টিম সাউথি।

ভারতের অধিনায়ক হিসেবে রয়েছেন রোহিত শর্মা। ওপেনিংয়ে খেলবেন যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে আছেন শুভিমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। স্পিনার হিসেবে দলে রয়েছেন রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

 

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular