India vs Maldives live: মালদ্বীপ-বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ব্লু-টাইগার্স, কোথায় দেখা যাবে ম্যাচ?

দিন তিনেকের অপেক্ষা। তারপরেই জওহরলাল নেহরু স্টেডিয়ামে বছরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল‌ (Indian football team)। এখন সেদিকেই নজর রয়েছে দেশের আপামর…

India vs Maldives live

short-samachar

দিন তিনেকের অপেক্ষা। তারপরেই জওহরলাল নেহরু স্টেডিয়ামে বছরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল‌ (Indian football team)। এখন সেদিকেই নজর রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। তারপর কয়েকটা দিন বিশ্রাম নিয়েই আগামী ২৫ শে মার্চ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবে ভারত।‌ সেজন্য গত কয়েকদিন আগেই ফুটবলারদের একটি স্কোয়াড ঘোষণা করা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। যেখানে একাধিক নতুন মুখের পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার ক্ষেত্রে থাকছেন সুনীল ছেত্রী।

   

গত বছরের জুন মাসে কুয়েতের বিপক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচের পর অবসর নিয়েছিলেন এই তারকা ফুটবলার। তবে মার্চের প্রথম দিকেই জাতীয় দলে ফিরে আসার কথা জানিয়ে দেন ছেত্রী। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে‌। এবার ফের জাতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে এই ভারতীয় তারকাকে। চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্সের পর এশিয়ান কোয়ালিফায়ারের মঞ্চে ও নিজের সেরাটা দিতে চাইবেন ছেত্রী। এছাড়াও নজর থাকবে ফারুক চৌধুরী থেকে শুরু করে ইরফান ইদওয়াদের মত ফুটবলারের দিকে।

Indian Football Team Playing First XI

কত শুক্রবার শিলং পৌঁছে গিয়েছে দলের অধিকাংশ ফুটবলার। সেখানেই দিন কয়েক প্রস্তুতির পর মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে মানোলো মার্কুয়েজের ছেলেরা। এই নাকে ভালো পারফরম্যান্স করেই বাংলাদেশের বিপক্ষে নামতে চাইবেন লিস্টন কোলাসোরা। সেইমত নিজেদের প্রস্তুত করছেন সকলে‌। কিন্তু কোথায় দেখানো হবে এই ফুটবল ম্যাচ ? গত কয়েক সপ্তাহ ধরে সেই নিয়েই দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে শনিবার সন্ধ্যায় শ্রেণি উঠে আসল নয়া তথ্য। আগত এই দুইটি ভোল্টেজ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস থ্রি। ঠিক এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সাইটে।

যারফলে টিভির পাশাপাশি ওটিটি প্লাটফর্মে ও ম্যাচ দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি ভারতীয় ফুটবল দল। এখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।