জয় অধরা মানোলোর, অমীমাংসিত ফলাফলে শেষ হল মালয়েশিয়া ম্যাচ

India vs Malaysia football friendly

ফের ড্র। এবার নিজেদের দেশের মাটিতে মালয়েশিয়ার (India vs Malaysia) কাছে আটকে গেল ভারতীয় ফুটবল দল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল সন্দেশ ঝিঙ্গানরা। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হল এই ফুটবল ম্যাচ। যা নিয়ে কিছুটা হলেও হতাশ ভারতীয় ফুটবলপ্রেমীরা।এদিন মালয়েশিয়া দলের হয়ে গোল পান পাওলো জোসু। অন্যদিকে ভারতীয় ফুটবল দলের হয়ে একটি মাত্র গোল করেন রাহুল ভেকে। যারফলে এবার গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে এখনও পর্যন্ত জয়হীন থাকল ব্লু-টাইগার্সরা।

Advertisements

বলাবাহুল্য, দেশের মাঠে ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল পাউ মার্টির ছেলেরা। তবে বারংবার আটকে যেতে হচ্ছিল ভারতের জমাটবাঁধা রক্ষণভাগে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১৯ মিনিটের মাথায় বল নিয়ে ভারতীয় রক্ষণভাগে হানা দেয় মালয়েশিয়া দল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বক্স ছেড়ে এগিয়ে আসলেও বলটিকে নিজের আয়ত্তে আনতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করে যান জোসু। দেশের অভিজ্ঞ গোলরক্ষকের এমন আচরণে হতবাক হয়েছে সকলেই।

তবে ম্যাচের সময় এগোনোর সাথে সাথেই আক্রমণের তেজ বাড়াচ্ছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা। তারপর প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় কর্নার থেকে ভাসানো বল হেড করে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ভারতীয় ডিফেন্ডার রাহুল ভেকে। সমতায় ফিরে আসে ব্লু-টাইগার্সরা। প্রথমার্ধের শেষে সেই অমীমাংসিত ফলাফলেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল‌ উভয় দল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ঘনঘন আক্রমণে উঠে আসতে থাকেন ইরফান যাদব থেকে শুরু করে ফারুক চৌধুরীর মতো ফুটবলাররা। কিন্তু ফিনিশ করা সম্ভব হচ্ছিল না কারুর পক্ষেই।

Advertisements

তবে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার কিছু সময়ের মুখেই ভাসানো বল থেকে হেডে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন প্রতিপক্ষ ফুটবলার। কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয় সেই বল। তারপর এই ম্যাচে অতিরিক্ত ৫ মিনিট যুক্ত করা হয় রেফারির তরফে‌। কিন্তু গোলের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। শেষ লগ্নে মাঝমাঠ থেকে ভাসানো বল ভারতের গোল পোস্টের দিকে উড়ে আসলেও দক্ষতার সাথে সেটি সামাল দেন গুরপ্রীত সিং।