ভারত ও ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ঐতিহাসিক কেনিংটন ওভাল (Oval Test) স্টেডিয়ামে। ভারতীয় দলের (Indian Cricket Team) ভাগ্য নির্ধারক টেস্টের প্রথম দুই দিনে রোমাঞ্চকর টানাপোড়েনের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। বৃষ্টির দাপটে বহু সময় খেলা ব্যাহত হওয়ায় তৃতীয় দিনের সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এবার দর্শকদের জন্য রয়েছে একেবারে নতুন সূচি।
প্রথম ও দ্বিতীয় দিনে বারবার বৃষ্টির হানায় খেলায় বিঘ্ন ঘটেছে। দ্বিতীয় দিনে ভারত দারুণভাবে কামব্যাক করলেও আবহাওয়ার কারণে পুরো দিনের খেলা সম্পূর্ণ হয়নি। ফলে ম্যাচের মোমেন্টাম বজায় রাখতে এবং পর্যাপ্ত ওভার নিশ্চিত করতে আজকের দিনটির সময়সীমা ও সেশন ভাগ নতুন করে নির্ধারণ করেছে ম্যাচ রেফারিরা।
এক রিপোর্ট অনুযায়ী, আজ তৃতীয় দিনে মোট ৯৮ ওভার খেলা হবে। সাধারণত দিনে ৯০ ওভার খেলা হয়। তবে সময় হারানো পুষিয়ে নিতে আজ ৩০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, তাহলে খেলা ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১১টা পর্যন্ত চলতে পারে।
দ্বিতীয় দিনটি ছিল একান্তভাবেই ভারতের। ইংল্যান্ডকে ২৪৭ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নামা ভারত দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে ফেলে। যশস্বী জয়সওয়াল ৪৯ বলে ৫১ রান করে অপরাজিত রয়েছেন, যেখানে তিনি ৭টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন আকাশ দীপ, যিনি ৪ রানে অপরাজিত।
ভারতের হয়ে দ্বিতীয় দিনে আউট হয়েছেন কেএল রাহুল এবং সাই সুদর্শন। যদিও উইকেট হারিয়েছে মাত্র দু’টি, ভারত এখনই ৫২ রানের লিড নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার জ্যাক ক্রলি (৬৪) এবং মিডল অর্ডারে হ্যারি ব্রুক (৫৩)। তবে ভারতের বোলিং আক্রমণ ছিল দুরন্ত। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ দু’জনেই নিয়েছেন চারটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে কার্যত ঘায়েল করে দিয়েছেন দ্রুত।
আজকের দিনে যশস্বী জয়সওয়ালের ইনিংস কতদূর যায়, সেটাই ভারতের ইনিংসের গতি নির্ধারণ করবে। অপরপ্রান্তে আকাশ দীপ এবং পরবর্তী ব্যাটারদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ অবদান প্রত্যাশিত।
India vs England in Oval Test day 3 session time changed as per report