India vs England : ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত

India vs England

ইংল্যান্ডকে হারিয়ে রাঁচি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া (India vs England))। রাঁচি টেস্টে (Ranchi Test) ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের বিপক্ষে ১৯২ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে থাকা ভারত সফলভাবে তাড়া করেছে প্রতিপক্ষের দেওয়া এই রেকর্ড।

পাঁচ টেস্টের সিরিজে এটি ভারতের টানা তৃতীয় জয়। এই টানা তিন জয়ের ফলে চলতি সিরিজেও ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অর্থাৎ সিরিজ এখন ভারতের নামে হয়ে গিয়েছে। সিরিজের অন্তিম টেস্ট হবে স্রেফ নিয়ম রক্ষার জন্য।

   

কঠিন সময়ে শুভমান গিল ও ধ্রুব জুরেল মাটি কামড়ে পড়ে না থাকলে রাঁচি টেস্টে ভারতের জয়ের পথ হয়তো এতোটা মসৃণ হতো না। দু’জনেই কঠিন সময়ে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে দলকে জিতিয়েছেন। ভারতের এই দু’জন তরুণ ক্রিকেটার জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন দায়িত্বের সঙ্গে।

বয়স কম হলেও উভয়েই দিয়েছেন বুদ্ধিমত্তার পরিচয়। স্কোরবোর্ডে উঠেছিল অপরাজিত অর্ধশতরানের জুটি। দ্বিতীয় ইনিংসে ধ্রুব জুরেল ৩৯ ও গিল ৫২ রানে অপরাজিত থাকেন। এই দু’জন ছাড়াও অধিনায়ক রোহিত শর্মার ৫৫ রানও এই জয়ের পিছনে বড় অবদান রেখেছে।

 

রাঁচি টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৩ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৩০৭ রান তুলেছিল। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ১৪৫ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ভারতকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। এই নিয়ে রাঁচির মাঠে ঐতিহাসিক টেস্ট জয় নিশ্চিত করেছে ভারত।

২০১৩ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট ক্রিকেটে ১৫০ প্লাস রান তাড়া করে জিতল ভারত। রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে দেশের মাটিতে টানা ১৭তম টেস্ট জয়ের নজির গড়েছে টিম ইন্ডিয়া।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন