Rohit Sharma: আমদাবাদে ‘হিটম্যানে’র ব্যাটে সেঞ্চুরি!

Rohit Shrama will get Century from Ahmedabad Praised by Suresh Raina

বিশ্ব ক্রিকেটে নিজের অনবদ্য ব্যাটিংয়ে একের পর এক নতুন মাইলফলক গড়ছেন ভারতের কিংবদন্তি (Indian Legend Cricketer) ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি কটকে অনুষ্ঠিত একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরিতে ভারতের (India) বিপক্ষে ইংল্যান্ডের (England) বিপক্ষে এক বিশাল জয় নিশ্চিত হয়েছে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর পর রোহিত শর্মা আবারও প্রমাণ করেছেন তিনি এক ক্ষুরধার ব্যাটার। এই সেঞ্চুরির পর একের পর এক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই এখন ভবিষ্যদ্বাণী করছেন, এই সিরিজের পরবর্তী ম্যাচে আমদাবাদে (Ahmedabad) আরও এক সেঞ্চুরি (Century) হয়তো হাঁকাবেন তিনি।

প্রাক্তন ভারতীয় তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina), যিনি বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মনে করেন রোহিত শর্মা আমদাবাদেও তার ব্যাট থেকে একটি সেঞ্চুরি আনতে পারবেন। রায়না কটকের ম্যাচটি দেখতে দেখতে বলেন, ‘‘আমি বলেছিলাম যে দিনটা রোহিতের হতে চলেছে। কটকে অন্য মুডে ছিল ও ফিল্ডিংও দুর্দান্ত। ও কতটা বড় মাপের প্লেয়ার তা আরও একবার বুঝিয়ে দিল। সিরিজ জিতে গিয়েছে ভারত। আর যেভাবে জিতেছে, তা সত্যিই অবিশ্বাস্য। আমদাবাদে সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই নামবে ভারত। আমি বলে দিচ্ছি রোহিতের ৩৩ তম শতরানও চলে আসতে পারে আমদাবাদে।’’

   

রায়নার বক্তব্য অনুযায়ী, রোহিত শর্মার ব্যাটে পারফরম্যান্সের জন্য খেলার ধরন একেবারেই আলাদা ছিল। তিনি বলেছিলেন, ‘‘প্রথম যে ছক্কাটি ও খেলেছিল, সেই ‘ভি’ শটটা শুধু দেখার মত ছিল। স্পিনারকে এত সুন্দরভাবে কেউ খেলতে পারে, তা ভাবাই যায় না। প্রতিটি বাউন্ডারি ও ছক্কা হাঁকানোর পর নিজেকে সময় দিচ্ছিল রোহিত। স্ট্রাইক রেট বজায় রেখে খেলছিল। অনেকদিন পর চেনা রোহিতকে দেখতে পেলাম আমরা।’’

সত্যিই, রোহিতের এই ইনিংসটি ছিল দেখার মতো। কটকে ইংল্যান্ডের দেওয়া ৩০০ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার ব্যাট থেকেই আসে এক অনবদ্য সেঞ্চুরি। ১২টি বাউন্ডারি এবং সাতটি ছক্কা হাঁকিয়ে তিনি তার শতরান পূর্ণ করেন। এমনকি আদিল রাশিদকে স্টেপ আপ করে ছক্কা হাঁকিয়ে তার শতরান পূর্ণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরি, যা তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে ক্রিকেট ইতিহাসে।
রোহিতের সেঞ্চুরির ফলে ভারতীয় দলের জন্য এটি ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। দলের জয় নিশ্চিত হওয়ার পর, সুরেশ রায়না আরও বলেন, ‘‘সিরিজ জিতে গিয়েছে ভারত, এবং রোহিত শর্মার ব্যাটিং ছিল এক কথায় দারুণ। কটক ম্যাচে যা দেখলাম, তাতে আমদাবাদেও একই রকম পারফরম্যান্স হতে পারে, এটা নিশ্চিত।’’

একদিকে যেমন রোহিত শর্মার সেঞ্চুরিতে ভারতের জয় নিশ্চিত হয়েছে, তেমনি অন্যদিকে তার এই সেঞ্চুরির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বেশ কিছু রেকর্ডও গড়েছেন। ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন রোহিত শর্মার অবস্থান দ্বিতীয় স্থানে। বর্তমানে তার ৩৪৩ ম্যাচে ১৫,৪০৪ রান রয়েছে, যা তাকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এখন দেখার বিষয় হবে, আমদাবাদে অনুষ্ঠিত পরবর্তী ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে আসবে কি আরেকটি সেঞ্চুরি? সেই সঙ্গে ভারতীয় দল কি সিরিজে হোয়াইটওয়াশ করতে পারবে ইংল্যান্ডকে। রায়না বিশ্বাস করেন, রোহিত শর্মা এই ম্যাচেও তার ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখবেন, এবং ভারতের জন্য আরেকটি বড় জয় আসবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleসাতসকালে নৈহাটী লোকালে আগুন আতঙ্কে যাত্রীরা
Next articleঅ্যাভেঞ্জার্সে কিং খান? ক্যাপ্টেন আমেরিকার মন্তব্যে জল্পনা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।