India vs Combodia : বাঙালিহীন জাতীয় দল খেলতে নামল কলকাতায়

India vs Combodia

কলকাতায় জাতীয় দলের ম্যাচ। প্রতিপক্ষ কম্বোডিয়া (India vs Combodia)। ভারতের প্রথম একাদশে জায়গা পেলেন না একজন বাঙালিও। 

জাতীয় দলের হয়ে ধারাবাহিক ম্যাচে অংশ নিয়েছেন প্রীতম কোটাল, শুভাশীষ বসুরা। মনে করা হয়েছিল কম্বোডিয়ার বিরুদ্ধে এই দুই ফুটবলারকে প্রথম একাদশে রাখবেন কোচ ইগোর স্টিম্যাচ। এক প্রকার সকলকে অবাক করেই এই দুই খেলোয়াড়কে তিনি রাখলেন রিজার্ভ বেঞ্চে। 

   

সন্ধ্যা সাড়ে আটটা থেকে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ। খেলা শেষ হতে অনেকটা রাত হবে। বাড়ির ফেরার সমস্যায় পড়তে পারেন দর্শকরা। নিজেদের অসুবিধার কথা জেনেও টিকিট কেটেছেন বহু মানুষ। তাঁরাও আশা করেছিলেন জাতীয় দলের জার্সিতে রাজ্যের কোনো ফুটবলারকে হয়তো মাঠে দেখতে পাওয়া যাবে। কিন্তু এদিনের প্রথম একাদশ অনেককেই বিস্মিত করবে।

India vs Combodia
যুবভারতীর গ্যালারি ভরিয়েছেন দর্শকরা।

 

কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ:-

গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, মনভীর সিং, ব্র্যান্ডন ফার্নান্দেজ, সুনীল ছেত্রী (অধিনায়ক), রোশান নাওরেম, লিস্টন কোলাসো, আনোয়ার আলি, সুরেশ ওয়াঙ্গাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন