HomeSports Newsবাংলাদেশের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ভারতের, তারকা ছাড়াই মাঠে টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ভারতের, তারকা ছাড়াই মাঠে টাইগাররা

- Advertisement -

এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর (Asia Cup Super Four) পর্বে আজ একঝাঁক উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের সঙ্গে ভারতের (India vs Bangladesh) এই লড়াইয়ের আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি (Bengali Sports News)। ম্যাচ শুরুর আগে জাকের বলেন, “আমরা প্রথমে বোলিং করতে চাই। লিটন দাস অনুশীলনকালে আহত হয়ে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। যা আমাদের জন্য বড় ধাক্কা। তবে পুরো দল এখন আত্মবিশ্বাসী ও ভালো অবস্থায় আছে। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। মাঠের অবস্থাও ব্যাট করার জন্য অনুকূল বলে মনে হচ্ছে। আমরা চারজন পরিবর্তন নিয়ে এসেছি।” (India Cricket News)

বাংলাদেশের এই টস সিদ্ধান্তের মুখে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমরা টসের সিদ্ধান্ত নিয়ে খুশি। গত চার-পাঁচ ম্যাচে আমরা যা চাইছিলাম তা পেয়েছি এবং এখন ব্যাটিং শুরু করতে চাই। আমাদের যেভাবে খেলা গড়ে উঠছে, তাতে আত্মবিশ্বাসী আমরা। ড্রপড ক্যাচের মতো ছোটখাট ভুল কিন্তু খেলার অংশ। আবহাওয়া আজ অনেক ভালো এবং আমরা একই একাদশ নিয়ে মাঠে নামব।”

   

ভারতের পক্ষে টানা চার ম্যাচে জয়ী দলের একাদশ অপরিবর্তিত রয়েছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং শুভমন গিল থাকবেন। অভিষেক শর্মার এই টুর্নামেন্টে রান করা দাপট নজর কেড়েছে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে ৭৪ রান করে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদব দলের মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে দলে।

বাংলাদেশের একাদশেও চারজন পরিবর্তন এসেছে। দলীয় দায়িত্বে থাকা জাকের আলি উইকেটকিপার হিসেবে থাকছেন, সাথে থাকছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পরভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মহম্মদ সইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত যে ধাঁচে জয় তুলে নিয়ে এসেছে, তাতে আজকের ম্যাচে ফাইনাল নিশ্চিত করার জন্য তারা মুখিয়ে রয়েছে। যদিও লিটন দাসের অনুপস্থিতি বাংলাদেশ দলকে কিছুটা দুর্বল করে তুলেছে, তবুও জাকের আলি ও তার দল আত্মবিশ্বাসী।

India vs Bangladesh in Asia Cup Super Four Live Update

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular