এশিয়া কাপ সুপার ফোর (Asia Cup Super Four) পর্বের দ্বিতীয় ম্যাচেই (India vs Bangladesh) যেন চেনা মুখ হয়ে উঠলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পর বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাটে বিস্ফোরণ ঘটালেন ভারতের (India Cricket News) তরুণ ওপেনার। ৩৭ বলে ৭৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে দলকে দুর্দান্ত সূচনা এনে দিলেন তিনি। তবে সেই জ্বালানো মোমবাতির আলো দীর্ঘস্থায়ী হল না। ভারত শেষ পর্যন্ত থামল ১৬৮ রানে। বাংলাদেশের সামনে টার্গেট ১৬৯ (Bengali Sports News)।
ভারতের ইনিংসের শুরুটাই ছিল স্বপ্নের মতো। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলে নেয় ভারত। এবারের এশিয়া কাপের সর্বোচ্চ পাওয়ার প্লে রান। অভিষেকের ব্যাট যেন যেন চলছিল আগুনের মতো। শুরুতেই একবার ক্যাচ দিয়েও বেঁচে যান তামজিমের বলে। সেখান থেকেই যেন নিজেকে নতুন করে মেলে ধরেন তিনি।
অন্যদিকে শুভমন গিল কিছুটা ধীরগতিতে খেললেও, অভিষেকের দাপটে রানরেট চাঙ্গা ছিল। পাওয়ার প্লে-র পরেই রিশাদ হোসেনের বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান শুভমন (২৯)। এরপর ব্যাটিংয়ে নামানো হয় শিবম দুবেকে, যিনি সুযোগ পেয়েও মাত্র ২ রানেই ফিরলেন। অভিষেক একদিকে ৫০ পূর্ণ করলেও রান আউট হয়ে যান ৭৫ রানে, মুস্তাফিজুরের একটি সরাসরি থ্রোতে কাটা পড়েন তিনি।
এরপর থেকে ভারতের ইনিংসে যেন ছন্দপতন। সূর্যকুমার যাদবও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৫ রান করে কট বিহাইন্ড হয়ে ফিরে যান তিনি। একই ওভারে তিলকও আউট হয়ে যান (৫)। এক সময়ের ৭৭/০ থেকে ভারত হয়ে যায় ১৩৫/৫।
শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া কিছুটা লড়াই চালিয়ে যান। ৩৮ রান করে শেষ ওভারে আউট হন তিনি। অক্ষর প্যাটেল অপরাজিত থাকেন ১০ রানে। ভারতের ইনিংস থামে ১৬৮/৬-এ। অথচ, ওপেনিং জুটির সময় মনে হচ্ছিল ২০০ রানের গণ্ডিও পেরিয়ে যেতে পারে টিম ইন্ডিয়া।
বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং প্রশংসার দাবি রাখে। বিশেষ করে রিশাদ হোসেন বল হাতে এবং ফিল্ডিংয়ে ভারতকে ধাক্কা দেন। তামজিম, মুস্তাফিজুর, নাসুম প্রত্যেকেই নিজেদের ভূমিকা পালন করেন নির্ভুলভাবে। ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে ধরা পড়ে। ওপেনিংয়ের পরের ব্যাটারদের মধ্যে কারও ইনিংস গড়ার ধৈর্য ছিল না। অভিষেকের একার লড়াই কাজে এল না।
এখন প্রশ্ন একটাই, ১৬৯ রান কি যথেষ্ট হবে বাংলাদেশের বিরুদ্ধে? পিচে বল ভালোই ব্যাটে আসছে। ভারতের ফিল্ডিং কিছুটা অনিশ্চিত। বাংলাদেশের ওপেনাররা যদি ভাল শুরু করতে পারেন, ম্যাচ জমে উঠতে পারে।
তবে ভারতীয় বোলিং আক্রমণে রয়েছেন বুমরাহ, অর্শদীপ এবং স্পিনে কুলদীপ। সঙ্গে হার্দিক-অক্ষর। বাংলাদেশের ব্যাটিং অর্ডারও ভাঙা-গড়ার মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে প্রথম ৬ ওভারেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।
সব মিলিয়ে, প্রথম ইনিংস শেষে খেলায় উত্তেজনা থাকছেই। অভিষেকের ইনিংস যেমন চমক, তেমনই বাংলাদেশের প্রত্যাবর্তনও প্রশংসার যোগ্য। দ্বিতীয় ইনিংসে অপেক্ষা এখন ব্যাট হাতে বাংলাদেশের জবাবের।
Innings Break!
A 75-run blitz from Abhishek Sharma propelled #TeamIndia to 168/6 ⚡️⚡️
Over to our bowlers 🤝
Updates ▶️ https://t.co/bubtcR0C2k#AsiaCup2025 | #Super4 pic.twitter.com/sPlEVw64o1
— BCCI (@BCCI) September 24, 2025
India vs Bangladesh in Asia Cup Super Four Abhishek Sharma blitz sets 169 target

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
