India vs Australia : বর্ডার গাভাসকর ট্রফির আগে চিন্তায় দুই শিবির, পরিকল্পনা বদল অজিদের

india vs australia face of in border-gavaskar trophy

নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু অস্ট্রেলিয়ার মাটিতে শুরু অস্ট্রেলিয়া বনাম ভারতের (India vs Australia) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে হ্যাটট্রিকের লক্ষ্যে টিম ইন্ডিয়া। কারণ অস্ট্রেলিয়া সফরে শেষ দুবারই সিরিজ জিতে দেশে ফিরেছিল রোহিত শর্মারা। ঘরের মাটিতে এই সিরিজ জিতে মর্যাদার লড়াইয়ে নিজেদের প্রমাণ করাই লক্ষ্য গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। সিরিজ শুরুর একমাস আগেই চিন্তার ভাঁজ দুই শিবিরে। চোটের কারণে দল থেকে বাদ পড়বেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। অন্যদিকে ভারতীয় শিবিরেও চোটের হানা। খেলতে পারবেন না পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।

ডার্বি ঘিরে চড়ছে পারদ, জোড় কদমে অনুশীলনে ময়দানের দুই প্রধান

   

অজি ওপেনার তথা প্রাক্তন অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকেই তাঁর জায়গায় দেখা গিয়েছিল স্টিভ স্মিথকে। যদিও তিনি চার নম্বরেই খেলতেন। সেখান থেকে তাঁকে ওপেনিংয়ে তুলে এনেছিল অস্ট্রেলিয়া। তবে অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের চোট চিন্তায় ফেলেছে প্যাট কামিন্সদের। নতুন পরিকল্পনায় দল সাজাচ্ছে গত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। যদিও প্রাথমিক ভাবে ঠিক ছিল, ভারতের বিরুদ্ধেও ওপেন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ইনিংস শুরু করবেন না স্টিভ স্মিথ।

ভারতের ভরসা পাকিস্তান! সেমির দৌড়ে কে এগিয়ে ?

বেইলি বলেছেন, ‘‘অধিনায়ক প্যাট কামিন্স, কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং স্টিভ স্মিথের সঙ্গে আলোচনা হয়েছে। গ্রিনের চোটই আমাদের ভাবতে বাধ্য করেছে। স্মিথকে ওপেনিং থেকে সরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। স্মিথ ব্যাটিং অর্ডারের আগের জায়গায় ফিরতে রাজি। কামিন্স এবং ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছে, স্মিথকে দিয়ে আপাতত ইনিংস শুরু করানো হবে না।’’ তাহলে ভারতের বিরুদ্ধে ২২ গজে কাকে দেখা যাবে সে বিষয়ে কিছুই স্পষ্ট করেনি অস্ট্রেলিয়া। গ্রিনের চোট এক দিকে সুবিধা করলেও অন্য দিকে চিন্তা বাড়িয়ে দিল ভারতীয় শিবিরের। স্মিথ ওপেন করলে শুরুতেই তাঁকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিতে পারলে হয়তো কিছুটা লাভ হত বিরাট কোহলিদের।

ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিবু ভিকুনার দলের

অন্যদিকে চিন্তায় পড়েছে ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রিজার্ভ দলে ছিলেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। কিন্তু তাঁর চোটের খবরে চিন্তায় ফেলেছে গৌতম গম্ভীরকে। কারণ চোটের কারণে বহুদিন ধরেই মাঠের বাইরে মহম্মদ শামি। সেখানে বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারতেন তিনি। ইতিমধ্যে চোট-আঘাতের কবলে পড়ে দুদলই এখন চাপে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleআহিরীটোলায় ‘বহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশানীর!
Next article৩০ বছর আগে মৃত ব্যক্তির ৩ লক্ষ টাকা ঋণ, খবর জানতে মাথায় হাত পরিবারের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।