দুই শিবিরে দুই ছবি। বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনাল কার্যত নিশ্চিত করল ভারত। রবিবারের ম্যাচের পর টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গেল। ১০০ রানে গতবারের বিশ্বকাপ বিজেতাদের ধুলোয় মিশিয়ে দিল টিম ইন্ডিয়া।
লখনৌয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ভারত। বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার শেষ সম্ভাবনা বাঁচিয়ে রাখার জন্য ইংল্যান্ডকে জিততেই হতো এদিনের ম্যাচে। ফর্মে না থাকা ইংল্যান্ড ভারতের বিজয় রথ থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিল। প্রথম ইনিংসে ভারতকে ২২৯/৯ রানে আটকে দিয়েছিল ইংরেজরা।
চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের ফর্ম চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ কার্যত নিশ্চুপ। বিরাট কোহলি কোনো রান না করে ফিরে গিয়েছিলেন সাজঘরে। অধিনায়ক রহিত শর্মা একা লড়াই চালিয়েছেন। ১০১ বলে ৮৭ রানের ইনিংস খেলেছেন রোহিত। এছাড়া পাঁচ নম্বরে নেমে লোকেশ রাহুল (৩৯ রান) ও সূর্যকুমার যাদব (৪৯ রান) দলের জন্য মূল্যবান ইনিংস খেলেছেন এদিন। ইংল্যান্ডের হয়ে উইলি নিয়েছে সর্বোচ্চ তিন উইকেট।
Undefeated India go to the top of the #CWC23 points table with their sixth successive win in the tournament 👊#INDvENG 📝: https://t.co/YdD8G15GrY pic.twitter.com/QlONBibUxd
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 29, 2023
ভারতকে পরাজিত করার এবং নিজেদের মান বাঁচানোর সেরা সুযোগ আজ ইংল্যান্ডের কাছে ছিল। সুযোগ কাজে লাগাতে দিলেন না ভারতের বোলাররা। ব্যাটসম্যানরা অফ ফর্মের দিনে বিজয় রথের পথ থেকে কাঁটা সরিয়ে দিলেন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহরা। শামি নিয়েছেন ৪ উইকেট, বুমরাহ তিন। ইংল্যান্ডের ইনিংস শেষ ১২৯ রানে। ১০০ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল ভারত।