কাতার ম্যাচের হতাশা ভুলে এবার দাপটের সাথে জয় ছিনিয়ে নিল ভারত (India U23 Football)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল দেশের অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ব্রুনেই দল। সম্পূর্ণ সময় শেষে ৬-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল নৌসাদ মুসার ছেলেরা। এদিন দলের হয়ে হ্যাটট্রিক করেন ভিবিন মোহানন। এছাড়াও জোড়া গোল পান মহম্মদ আইমেন। এছাড়াও একটি গোল পান আয়ূষ ছেত্রী। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের। এবার বহু প্রত্যাশা নিয়ে ভারতের অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নৌসাদ মুসার হাতে।
Also Read | কবে থেকে প্রি-সিজন শুরু করতে পারে বেঙ্গালুরু?
তাঁর তত্ত্বাবধানে এবারের অনূর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছিল ব্লু-টাইগার্সরা। বলাবাহুল্য, জয়ের মধ্য দিয়েই অভিযান শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল বাহরিন দলকে। বড় ব্যবধানে এই দলের বিপক্ষে জয় আসার পর দ্বিতীয় ম্যাচে তাঁদের লড়াই করতে হয়েছিল আয়োজক দল কাতারের সঙ্গে। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখা গিয়েছিল দলের খেলোয়াড়দের। যদিও শেষ পর্যন্ত রেফারির বিতর্কিত সিদ্ধান্ত বদলে দেয় সমস্ত কিছু। সেই হতাশা কাটিয়ে আজ ব্রুনেইয়ের বিপক্ষে নেমেছিল ভারতীয় ব্রিগেড।

প্রথম থেকেই ভারতের আক্রমণাত্মক ফুটবল যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। বিশেষ করে প্রথম কোয়ার্টারের মধ্যেই জোড়া গোল হজম করার পর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেললেও তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে আয়ূষের গোল আরও বাড়িয়ে দেয় ব্যবধান। তারপর দ্বিতীয়ার্ধ কার্যত দাপিয়ে খেলে ভারতীয় ফুটবল দল। সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে গোলের ব্যবধান। তবে এসবের মাঝেই অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় একটি গোল। এছাড়াও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করতে দেখা যায় নৌসাদের ছেলেদের। নাহলে আরও বিরাট বড় ব্যবধানে জয় পেত ব্লু-টাইগার্স।