মুসার অধীনে প্রস্তুতি শুরু ভারতের অনূর্ধ্ব-২৩ দলের, সুযোগ পেলেন তারকা বাগান ফুটবলার

Naushad Moosa appointed men U23 Indian Football Team head coach

২০২৬ সালে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দলকে (India U23 Men’s National Team) প্রস্তুত করার লক্ষ্যে একাধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার প্রথম ধাপে জুন মাসে তাজিকিস্তানে (Tajikistan) এবং কির্ঘিজ রিপাবলিকের (Kyrgyz Republic) বিরুদ্ধে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল (Indian Football Team)। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ২২ মে ২০২৫ অনূর্ধ্ব-২৩ দলের (India U23 Men’s National Team) প্রধান কোচ নৌসাদ মুসা (Naushad Moosa) ২৯ সদস্যের সম্ভাব্য দলের নাম ঘোষণা করেছেন।

ভারতের এই যুব দল ১ জুন ২০২৫ থেকে কলকাতার রাজারহাটে অবস্থিত ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্স-এ প্রস্তুতি শিবির শুরু করবে, যা চলবে ১৫ দিন। শিবির শেষে ১৬ জুন তারা পাড়ি দেবে তাজিকিস্তানের রাজধানী দুসানবে। সেখানে ১৮ জুন তাজিকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে এবং ২১ জুন কির্ঘিজ রিপাবলিক অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

   

ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের এক্সপোজার ম্যাচের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেওয়া এবং তাদের ধাপে ধাপে সিনিয়র জাতীয় দলে উত্তরণের পথ সুগম করা। এশিয়ান গেমস ছাড়াও আগামী AFC U23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে লক্ষ্য রেখে এই প্রস্তুতি শুরু হয়েছে।

ভারতের অনূর্ধ্ব-২৩ দলের ২৯ সদস্যের সম্ভাব্য তালিকা:

গোলকিপার: সাহিল, প্রিয়ান্স দুবে, মহম্মদ আরবাজ।

ডিফেন্ডার: নিখিল বারলা, দিপেন্দু বিশ্বাস, বিকাশ ইউমনাম, প্রমবীর, ক্লারেন্স ফার্নান্দেজ, সাজাদ হুসেন পাড়ায়, মহম্মদ সাহিফ, শুভম ভট্টাচার্য, সুমন দে।

মিডফিল্ডার: বিবিন মোহানন, লালরেমতলুয়াংগা ফানাই, বিনিৎ ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, লালরিনলিয়ানা হনমতে, ম্যাকার্টন লুইস নিকসন, মাঙ্গলেনথাং কিপগেন, চিনগাংবাম শিভালদো সিং, মোহাম্মদ আইমেন, হুইড্রোম থোই সিং।

ফরোয়ার্ড: পার্থিব সুন্দর গগৈ, মহম্মদ সুহেল, কোরো সিং থিংগুজাম, মহম্মদ সানান কে, অ্যালান শাজি, জোসেফ সানি।

প্রধান কোচ: নৌসাদ মুসা

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Indian Football (@indianfootball)

নতুন কোচ নৌসাদ মুসা, যিনি ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন, তরুণ প্রতিভাদের গড়ে তোলার বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন। বেঙ্গালুরু এফসির যুব দলের কোচিংয়ে তাঁর অভিজ্ঞতা ও সাফল্য রয়েছে। সর্ব ভারতীয় ফুটবল সংস্থা আশা করছে, তাঁর অধীনে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল আরও বেশি সংগঠিত ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

জুন মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সূচি:

১৮ জুন: তাজিকিস্তান অনূর্ধ্ব-২৩ বনাম ভারত অনূর্ধ্ব-২৩

২১ জুন: কির্ঘিজ রিপাবলিক অনূর্ধ্ব-২৩ বনাম ভারত অনূর্ধ্ব-২৩

AIFF-এর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বলা হয়েছে, ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ধারাবাহিকভাবে অনূর্ধ্ব-২৩ দলকে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করানো হবে, যাতে তরুণ ফুটবলাররা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে এবং ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলিতে ভালো ফল করতে সক্ষম হয়।

ভারতের ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে এই তরুণ প্রজন্মের উপর। তাই অনূর্ধ্ব-২৩ দলের এই প্রস্তুতি শিবির ও আন্তর্জাতিক ম্যাচগুলি তাদের জন্য একটি দারুণ সুযোগ হতে চলেছে নিজেদের প্রমাণ করার এবং সিনিয়র দলে জায়গা করে নেওয়ার।

এখন দেখার বিষয়, মুসার কোচিংয়ে ও এই সুযোগের সদ্ব্যবহার করে যুব দল কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মঞ্চে। AIFF, কোচ, ও দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশা অনেক। আগামী জুন মাসে তাজিকিস্তানের মাঠে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাবে কি না, সেটাই এখন অপেক্ষার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article‘সংবিধান লঙ্ঘনের পথে’, ইডির ভূমিকা নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত
Next articleগুজরাট-লখনউ ম্যাচে ভাঙতে পারে পাঁচ বড় রেকর্ড
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।