SAFF Championship: অনবদ্য গুরপ্রীত, কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

India Triumphs over Kuwait in SAFF Championship Final

ফের সাফল্য। আজ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে কুয়েত কে পরাজিত করে ট্রফি ঘরে তুলল ভারতীয় দল। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ছিল ১-১ গোল। প্রথমদিকে আল খালদির করা গোলে কুয়েত এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষের দিকেই গোল পরিশোধ করে দেয় ছাংতে। পরবর্তীতে অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও একেবারে অপরিবর্তিত থাকে ফলাফল। তারপর ট্রাইবেকার থেকে সাডেন ডেথে গুরপ্রীতের সেভ থেকে আসে জয়।

যারফলে, এই নিয়ে মোট ৯ বার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ জয় করল ভারত। পাশাপাশি টানা তিনটি টুর্নামেন্ট থেকে ট্রফি জিতে ফিরল ভারতীয় দল। প্রথমে ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট জয়। তারপর গত মাসে ওডিশায় লেবানন কে হারিয়ে ইন্টারকন্টিনেন্টালে কাপ জয়। এবার আজ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কুয়েত কে হারিয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ব্লু টাইগার্স।

   

গত ম্যাচের মতো এই ফাইনালে ও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন গোলরক্ষক গুরপ্রীত সিং। ম্যাচের মধ্যে একাধিকবার দলের সাক্ষাৎ পতন রোধ করার পাশাপাশি সাডেন ডেথে ও ঠান্ডা মাথায় সমস্ত কিছু সামাল দিলেন এই গোলরক্ষক। যারফলে সহজেই আসে সাফল্য। এছাড়াও সুনীল ছেত্রী থেকে শুরু করে ছাংতে ও মহেশদের দাপটের সামনে কার্যত ফিকে হয়ে যেতে হল কুয়েত দলের ফুটবলারদের।

ম্যাচের প্রথম দিকে কুয়েত দলের আক্রমণভাগের দাপটে কার্যত নাজেহাল পরিস্থিতি দেখা দিলেও সময়ের সাথে সাথে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে সুনীলরা প্রথমার্ধের শেষে ছাংতের গোল শোধ করতেই একেবারে অন্য ছন্দে দেখা দেয় ইগর স্টিমাচের ছেলেদের। যারফলে, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বারংবার আক্রমণ শানাতে থাকে ভারতীয় ফুটবলাররা। সুনীল ছেত্রী থেকে শুরু করে ছাংতের মতো ফুটবলাররা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকে। নাহলে অনেক আগেই ম্যাচ পকেটে পুড়ে নিতে পারত ইগর স্টিমাচের ছেলেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন