নভেম্বরেই মালয়েশিয়ার মুখোমুখি ভারত, কোথায় হবে ম্যাচ?

    FIFA Window 2024: বর্তমানে খুব একটা ভালো ছন্দে নেই ভারতীয় ফুটবল দল। মাস কয়েক আগেই আগেই শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে শক্তিশালী সিরিয়া দলের…

short-samachar

   

FIFA Window 2024: বর্তমানে খুব একটা ভালো ছন্দে নেই ভারতীয় ফুটবল দল। মাস কয়েক আগেই আগেই শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে শক্তিশালী সিরিয়া দলের কাছে পরাজিত হয়ে খেতাব হাতছাড়া হয়েছিল ব্লু টাইগার্সদের‌। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্বল মরিশাসের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলেও খুব একটা সুবিধা করতে পারেনি মানোলো মার্কুয়েজের ছেলেরা। অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। যা নিয়ে হতাশ ছিলেন ফুটবলপ্রেমীরা। তবুও খেতাব জয়ের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও কার্যত নিরাশ হতে হয়েছিল সকলকে।

আগের সিজনে ইগর স্টিমাকের তত্ত্বাবধানে শক্তিশালী লেবানন দলকে হারিয়ে এই খেতাব জয় করেছিল গুরপ্রীত সিং সিন্ধুরা। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। তবে দেশের মাটিতে এই ফুটবল টুর্নামেন্টে সাফল্য না আসলেও তাঁর উপরেই ভরসা রাখছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। তবে ইন্টারকন্টিনেন্টাল কাপ হাতছাড়া হওয়ার ফলে যথেষ্ট প্রভাব পড়েছে ফিফা তালিকায়। আগের থেকেও আরও বেশ কিছুটা নিচে নেমে আসতে হয়েছে ভারতকে। যা নিঃসন্দেহে হতাশাজনক সকলের কাছে।

তারপর‌ এই চলতি অক্টোবরে শক্তিশালী লেবানন এবং ভিয়েতনামের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। বর্তমানে মধ্য প্রাচ্য জুড়ে যুদ্ধের আবহ থাকায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় লেবানন। যারফলে শেষ পর্যন্ত ভিয়েতনামের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলেই ফিরে আসতে হয় রাহুল ভেকেদের। সেই ম্যাচে ও আসেনি জয়। একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে ফারুক চৌধুরীর করা গোলে সমতায় ফেরে ব্লু-টাইগার্স। শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচ।

এবার আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে মানোলোর ছেলেরা। বর্তমানে সেই দিকেই নজর রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু কোথায় আয়োজিত হতে চলেছে এই ফুটবল ম্যাচ? সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।‌ তবে মনে করা হচ্ছে দেশের শিল্প নগরী কিংবা শিলংয়ে আয়োজিত হতে পারে এই আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।