বোলিংয়ে ‘সুন্দর’ পারফরম্যান্স করলেও কিউয়ি ঘূর্ণিতে নাকাল বিরাট-রোহিতরা

গতকাল পুনেতে বল হাতে বেশ স্বচ্ছন্দে ছিলেন অশ্বিন-সুন্দররা। কিন্তু আজ সকালেই ব্যাট হাতে মোটেই স্বচ্ছন্দ দেখাল না রোহিত-বিরাটদের। চলতি ভারত বনাম নিউজিল্যাণ্ড সিরিজের (IND vs…

গতকাল পুনেতে বল হাতে বেশ স্বচ্ছন্দে ছিলেন অশ্বিন-সুন্দররা। কিন্তু আজ সকালেই ব্যাট হাতে মোটেই স্বচ্ছন্দ দেখাল না রোহিত-বিরাটদের। চলতি ভারত বনাম নিউজিল্যাণ্ড সিরিজের (IND vs NZ 2nd Test Day 2 Live) বেঙ্গালুরু টেস্টে ফুটে উঠেছিল ভারতের ব্যাটিং ব্যর্থতা। এবার পুনে টেস্টের দ্বিতীয় দিনেও কিউয়ি স্পিনারদের কাছে কোনো পাত্তা করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ২৫৯ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ১০৫ রান করে রীতিমত ধুঁকছে ভারত। ব্যাট হাতে ভারতীয় ইনিংসে দুই অংকের রান করতে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

গতকাল পুনেতে দিন শেষেই রোহিত শর্মাকে হারায় ভারত। কিউয়ি পেসার টিম সাউদির ধেয়ে আসা ইনসুইঙ্গারের কোনও জবাব ছিল না ভারতীয় অধিনায়কের কাছে।তবে রোহিত ফিরলেও যশস্বীকে নিয়ে খেলা চালিয়ে যান তরুণ তারকা ব্যাটার শুভমন গিল। আজ সকালেও গিল-জয়সওয়াল জুটি ভারতের হয়ে ব্যাটিংয়ের ভীত স্থাপন করছিলেন। কিন্তু শেষমেশ কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার নিজের প্রতিভা দেখিয়ে গিলকে (৩০) আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন। কিছুক্ষন পরেই কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে (১) ফিরিয়ে দেন স্যান্টনার।

   

বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ভালো খেললেও শতক আসেনি কিং কোহলির ব্যাট থেকে। তাই পুনাতে এই ইনিংসে বড় রান করে চমক দেওয়ার আশা থাকলেও, কোহলি ৯ বল খেলে ১ রানের পরই প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন। পুণে স্টেডিয়ামের সমর্থকরা তার এই পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েন।

গত ১৫ মাসে বিরাট কোহলি মাত্র ৬টি টেস্ট খেলেছেন এবং এই সময়ে তার ব্যাট থেকে একটি শতকও আসেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ জুলাই, ২০২৩ সালে তার সর্বশেষ টেস্ট শতক এসেছিল। তার পরের ১১টি ইনিংসে কোহলি বেশ কয়েকটি ভালো স্কোর করলেও শতক তুলতে ব্যর্থ হন। এছাড়া, ওয়ানডে ফরম্যাটেও তার শেষ শতক আসে বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য প্রস্তুত ইস্টবেঙ্গল, ভুটানে কঠিন লড়াইয়ে মশালবাহিনী

তবে কোহলি ফিরলে লাঞ্চের আগে বিপর্যয় সামলানোর কিছুটা চেষ্টা করেন পন্থ-সরফরাজ জুটি। কিন্তু তাঁদের এই লড়াইও বেশিক্ষণ চলেনি। স্যান্টনারের স্পিন জাদুতে মাত্র ১৮ রান করে ফেরত যান পন্থ। সরফরাজও ফেরেন ১১ রান করে। এছাড়াও অশ্বিনকেও ( ৪) এদিন আউট করেছেন একদা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই তারকা। এদিন লাঞ্চের আগে হাত ঘুরিয়ে মোট চারটি উইকেট তুলে নিয়েছেন এই কিউয়ি তারকা।

ইস্টবেঙ্গল প্রাক্তন তারকা বোরহার চোটে দুশ্চিন্তায় কোচ মানোলো

পুনে টেস্টের আগে (IND vs NZ 2nd Test Day 2 Live) ভক্তদের ধারণা ছিল, কোহলি ১০০ শতকের লেজেন্ডারি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন, কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্সে সেই লক্ষ্যও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোহলির বর্তমান মোট ৮০টি আন্তর্জাতিক শতক রয়েছে এবং শচীন তেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড থেকে তিনি এখনও অনেক দূরে। ভারতের হয়ে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১১*) এবং ওয়াশিংটন সুন্দর (২*)।