বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট, মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (ICC Womens World Cup) ফের বসতে চলেছে ভারতের (India) মাটিতে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই মহাযজ্ঞ। ১২ বছর পর ফের দেশের মাঠে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট, ফলে উন্মাদনার পারদ এখন থেকেই তুঙ্গে। এবারে ক্রিকেটের সঙ্গে সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন দেশের সেরা গায়িকাদের একজন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এছাড়া সাধারণ দর্শকদের জন্য দারুণ সুখবর, বিশ্বকাপের টিকিটের মূল্য (Tickets Price) রাখা হয়েছে সর্বনিম্ন মাত্র ১০০ টাকা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল, এমন ঘোষণা ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসের সঞ্চার করেছে। শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, এবারের বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম সং ‘ব্রিং ইট হোম’ ও গেয়েছেন শ্রেয়া। গানের মাধ্যমে ফুটে উঠেছে ভারতের জয়ের আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌরদের নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নই উঠে এসেছে এই গানের সুরে-সুরে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অসমের গুয়াহাটিতে। এর পাশাপাশি খেলা হবে আরও তিনটি শহর ইন্দোরে, বিশাখাপত্তনম ও মুম্বই। মূলত নিরাপত্তার কারণে বেঙ্গালুরু থেকে উদ্বোধন ও ম্যাচগুলি সরিয়ে নেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে আইপিএল উদ্যাপনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। সেই মর্মান্তিক ঘটনার পরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।
আইসিসি এ বছর মাঠ ভরাতে চাইছে। সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। প্রথম ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে টিকিট কেটে খেলা দেখার সুযোগ মিলবে কম দামে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার টিকিট বিক্রি, যার জন্য মূল্য নির্ধারণ এখনও জানানো হয়নি।
এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হল মহিলাদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলা এবং দর্শকদের আগ্রহকে বাড়ানো। ভারতের মাটিতে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গিয়েছে, মহিলাদের ম্যাচেও ভালো পরিমাণ দর্শক আসছেন। সেই প্রবণতা বজায় রাখতে এবং উৎসাহ আরও বাড়াতে এই কম টিকিট মূল্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল বর্তমানে বিশাখাপত্তনমে প্রশিক্ষণ শিবিরে রয়েছে। বিশ্বকাপের আগে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক প্রস্তুতি সিরিজ খেলবে। দলের প্রস্তুতি, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা সব মিলিয়ে এবার ঘরের মাঠে ইতিহাস গড়তে মরিয়া ভারতীয় দল।
ভারতীয় মহিলা ক্রিকেটের বড় মঞ্চে সাফল্য এখনও সীমিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়া এখনো পর্যন্ত সিনিয়র স্তরে কোনও আইসিসি ট্রফি ঘরে আনতে পারেনি ভারত। তবে এ বার দেশের মাটিতে খেলার বাড়তি সুবিধা এবং প্রস্তুতির জোরে সেই অচলায়তন ভাঙার আশাই রাখছে গোটা দেশ।
Exciting news 🤩
India’s musical pride @shreyaghoshal will get Guwahati grooving at the @cricketworldcup Grand Opening Ceremony ahead of the tournament opener between @BCCI and @OfficialSLC on September 30 🎶
Details 👉 https://t.co/XRP281vd9c pic.twitter.com/MoJBmtk7rS
— ICC (@ICC) September 4, 2025
Shreya Ghoshal to perform in ICC Womens World Cup 2025 at Opening Ceremony