গত কয়েকদিন আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবানন কে হারিয়েছিল ভারতীয় দল। যারফলে ফিফা তালিকায় (FIFA Ranking) বড়সড় বদল এসেছিল তাদের। এক ধাক্কায় ১০০ গন্ডি অতিক্রম করে ৯৮ নম্বরে উঠে এসেছিল সুনীল ব্রিগেড। এসবের মাঝেই শুরু হয়ে গিয়েছে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে বর্তমানে সেমিফাইনালে উঠে গিয়েছে ব্লু টাইগার্স।
আগামী জুলাইয়ে সেই লেবাননের বিরুদ্ধে ই তাদের সেমিফাইনাল খেলতে হবে স্টিমাচের ছেলেদের। তবে শেষ ম্যাচে কুয়েতের সঙ্গে ড্র করে ব্লু টাইগার্স। তবে নতুন ক্রমতালিকা অনুযায়ী ভারতের নাম ৯৮ নম্বরে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ১০০ নম্বরে দেখা মিলল তাদের। কিন্তু কেন?
ঘন্টাকয়েক আগে সেই বিষয়টি ট্যুইট করে জানানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। কিন্তু ১০০ তে নেমে আসল কেন ভারত? এক্ষেত্রে উঠে আসছে একাধিক তত্ত্ব। অনেকের মতে শেষ ম্যাচে কুয়েতের সঙ্গে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করার ফলেই হয়ত এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আবার অনেকের মতে, সেই তালিকাটি ছিল লাইভ তালিকা। যেটি প্রতি তিন মাস অন্তর বদল করা হয়। সেই অনুপাতে ভারতের স্থান এখন ১০০ নম্বরে। তবে এবার প্রশ্ন হল, এই তালিকার ফলে আরও দুই ঘর নেমে যেতে হয়েছে সুনীলদের। যা দেখে রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।
তবে ১০০ গন্ডিতে এসে পড়ায় যথেষ্ট উচ্ছসিত ভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের তরফ থেকে বিশেষ ট্যুইট করে বলা হয়, এভাবেই ধীরে ধীরে উন্নতি করব আমরা। তবে অনেকে সেখানে ৯৮ নম্বর স্থানের কথা উল্লেখ করলে, বলা হয় সেটি আসলে লাইভ টেবিল ছিল। তবে ১০০ গন্ডিতে আসায় আগত ২৬ বিশ্বকাপের আগে আদৌ কতটা সুবিধা করতে পারে ভারতীয় ফুটবল দল, এখন সেটাই দেখার।


