শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে…

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে শুধু বিশ্বকাপ জেতাই নয়, এবারের টুর্নামেন্টে (T20 World Cup 2024) আরও কিছু রেকর্ড গড়েছে রোহিত শর্মার ভারত।

আসুন দেখে নিই কোন কোন রেকর্ড গড়ল ভারত

   

১) এই প্রথম অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল কোনও দেশ। এ বার বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারত। ফাইনাল সহ সমস্ত ম্যাচে জয় পেয়েছে তারা। কেবলমাত্র গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল বলে ঘোষণা করা হয়। দু’দলের মধ্যে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।

২) বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত ১৭৬ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনও দল এত রান করেনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে দিয়েছে রোহিতরা।

তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina

৩) এ পর্যন্ত যতজন অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, তাঁদের মধ্যে রোহিত শর্মার বয়স সবচেয়ে বেশি। ৩৭ বছর বয়সে দেশকে কাপ এনে দিয়েছেন রোহিত। এর আগে আর কোনও অধিনায়ক এই বয়সে দেশকে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারেননি।

৪) এবারের টি-টোয়েন্টি বিশকাপ সহ অধিনায়ক হিসেবে মোট ৮টি টি-টোয়েন্টি প্রতিযোগিতার ফাইনাল খেললেন রোহিত। শুধু তাই নয়, প্রতিটিতেই জয় পেয়েছেন রোহিত শর্মা। এই নজির গোটা বিশ্বে আর কোনও অধিনায়কের নেই। 

প্রায় ৪০ গজ দূর থেকে দুরন্ত গোল হল CFL-এ

৫) বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়েছেন রোহিত শর্মা। এমন নজির গোটা বিশ্বে আর কোনও অধিনায়কের নেই। পাকিস্তানের বাবর আজম অধিনায়ক হিসেবে ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। সেমিফাইনালে জিতেই তাঁকে টপকে গিয়েছিলেন রোহিত।