১০৮ রানে পরাজিত বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

বাংলাদেশের শের-ই-বাংলাতে বাংলাদেশকে ১০৮ রানে হারায় ভারতের মহিলা দল। তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথমটিতে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটি জোড়দার জয়ের সাথৃ সিরিজে সমতা ফেরাল ভারত

India beat Bangladesh

বাংলাদেশের শের-ই-বাংলাতে বাংলাদেশকে ১০৮ রানে হারায় ভারতের মহিলা দল। তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথমটিতে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটি জোড়দার জয়ের সাথে সিরিজে সমতা ফেরাল ভারত। টস জিতে বোলিং বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে ৫ ওভারের মাথায় আউট হয়ে যান প্রিয়া পুনিয়া (৭)। ১৫ রান করে চলে যান যশ্তিকা ভাটিয়াও। স্মৃতি মান্ধানার চেষ্টা থেমে যায় ৩৬ রানে। ২১.১ ওভারে রাবেয়া খাতুনের বলে বোল্ড হন তিনি।

Advertisements

অপর দিকে অধিনায়ক হরমনপ্রীত কৌর তো ছিলেনই, মান্ধানা আউট হতে নামেন জেমাইমা রড্রিজ। ভারতের ব্যাটিং লড়াইটা তাঁরাই চালিয়ে নিয়ে যান।
হরমনপ্রীত ৮৮ বলে ৫২ রান করে সুলতানা খাতুনের বলে আউট হয়ে যান। তদিকে জেমাইমার ৭৪ বলে ৮৬ রানের আগ্রাসী ইনিংস সমাপ্ত হয় নাহিদা আখতারের বলে।  পরে হার্লিন দেওল এসে যোগ করেন আরো ২৫ রান, তবে সেই নাহিদার বলে ফিরে যান তিনি। এর পর দিপ্তী শর্মা বা আমানজোত কৌর, কেউই কিছুই করতে পারেননি। শেষ বলে রান আউট হয়ে যান স্নেহ রানা। সর্ব সাকুল্যে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে ভারত।

   

এদিকে ব্যাট করতে নেমে ২ ডিজিটের রান করতেই হিমশিম খেয়ে গেছে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন করেন মাত্র ১২ রান। ফারগানা হকএমের ৮১ বলের ৪৭ রানের ইনিংস থামিয়ে দেয় দেবিকা বৈদ্য। ফারগানা গেলে পর দুই জিটিটের রান করেন একমাত্র রিতু মণি (২৭)।

Advertisements

ভারতের হয়ে ৩ ওভার ১ বলে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট নেন জেমাইমা। দেবিকা ৮ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকি মেঘনা সিং, দিপ্তী শর্মা এবং স্নেহ রানা নেন একটি করে উইকেট। ২২৯ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেট হারিয়ে ১২০ রান থামে বাংলৃদেশ ইনিংস।