প্রকাশ্যে এল ভারত-কুয়েত ম্যাচের টিকিট মূল্য, কবে থেকে মিলবে?

World Cup Qualifying Match: আফগানিস্তান ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ভারতীয় ফুটবল দলের। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে এবার ঘুরে দাঁড়ানোর পালা। আগামী ৬ই জুন…

India-Kuwait Match

World Cup Qualifying Match: আফগানিস্তান ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ভারতীয় ফুটবল দলের। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। তবে এবার ঘুরে দাঁড়ানোর পালা। আগামী ৬ই জুন দেশের মাটিতেই শক্তিশালী কুয়েতের মুখোমুখি হবে ইগর স্টিমাচের ছেলেরা। এখন এই ম্যাচ জিতেই ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখার লড়াই ব্লু-টাইগার্সদের।

সেইমতো কিছুদিন আগেই জাতীয় শিবিরের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে তালিকা প্রকাশ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বর্তমানে তাদের সকলে নিয়েই ওডিশার বুকে অনুশীলন শিবির চালাচ্ছেন হেডকোচ। যেকোনো ভাবেই ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইছেন স্টিমাচ।

   

আসলে এই ম্যাচের উপরেই নির্ভর করছে তার দায়িত্বে থাকার বিষয়টি। তবে শুধু সেটাই নয়। এই কুয়েত ম্যাচেই ভারতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। গত বৃহস্পতিবার দুপুরে নিজের অবসর গ্ৰহনের কথা ঘোষণা করেন এই ভারতীয় ম্যাজিশিয়ান। তারপর থেকেই মন খারাপের আবহ গোটা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। তবুও বুকে পাথর রেখে অধিনায়কের এই সিদ্ধান্তকে মেনে নিতে হয়েছে সকলকে। সুনীল ছেত্রীর এই ঘোষণার পর থেকেই আসন্ন ভারত-কুয়েত ম্যাচ নিয়ে প্রবলভাবে দেখা দিয়েছে উন্মাদনা। এই ম্যাচের টিকিট ছাড়ার অপেক্ষায় সকলে।

এসবের মাঝেই প্রকাশ্যে আসল এই ম্যাচের টিকিট মূল্য। যতদূর খবর, সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু হতে চলেছে এই ম্যাচের টিকিট মূল্য। এবং সর্বচ্চো হতে চলেছে ৩৫০ টাকা। এছাড়াও ২০০ এবং ২৫০ টাকায় ও মিলবে টিকিট। পাশাপাশি ভিআইপি টিকিট পিছু ১০০০ টাকা করে অর্থ নির্ধারণ করা হতে পারে। কিন্তু কবে থেকে ছাড়া হতে পারে টিকিট? শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়ে যাবে এই ম্যাচের টিকিট।