এশিয়া কাপ হকির (Hockey Asia Cup) মঞ্চে ফের প্রাধান্য বিস্তার করল ভারত (India)। এবছর চিনের হাংজুতে আয়োজিত হয়েছে মেয়েদের হকি এশিয়া কাপ ২০২৫ (Womens Hockey Asia Cup 2025)। অভিযানের শুরুতেই ভারতীয় মহিলা হকি দল দেখিয়ে দিল, তারা ট্রফি জয়ের অন্যতম দাবিদার। শুক্রবার পুল বি’তে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে (Thailand) ১১-০ গোলে একেবারে উড়িয়ে দিল ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের দাপটে যেন রীতিমতো অসহায় হয়ে পড়ে থাই দল।
সফল অস্ত্রোপচার সন্দেশের, কবে মাঠে ফিরবেন? জানালেন ভারতীয় ডিফেন্ডার
ম্যাচের সপ্তম মিনিটেই ফিল্ড গোল করে ভারতের ঝলক দেখান মুমতাজ খান। তার তিন মিনিট পরেই স্কোরবোর্ডে নাম তোলেন সঙ্গীতা কুমারী। প্রথম কোয়ার্টারে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতের আক্রমণ। ১৬ মিনিটে গোল করেন নবনীত কৌর, ১৮ মিনিটে লালরেমসিয়ামি এবং ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত শটে গোল করেন উদিতা। প্রথমার্ধের শেষে ভারত এগিয়ে থাকে ৫-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও ভারতের গতি বিন্দুমাত্র কমেনি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ৪৫ মিনিটে গোল করেন বিউটি ডাং ডুং। শেষ কোয়ার্টারে আসে পাঁচটি গোল। একের পর এক আক্রমণে বিধ্বস্ত হয় থাইল্যান্ড। ৪৯ মিনিটে ফের গোল মুমতাজের, ৫২ মিনিটে উদিতার দ্বিতীয় গোল। ৫৪ মিনিটে ফের ফিল্ড গোল করেন বিউটি ডাং ডুং। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল শর্মিলা দেবীর এবং ৬০ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন ঋতুজা দাদাসো পিসাল।
কলকাতা লিগে মুখ থুবড়ে পড়ল মহামেডান, অবনমন রক্ষা এরিয়ানের
২০০৪ ও ২০১৭ সালের পর ফের এশিয়া কাপ জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় দল। দলের অধিনায়ক সালিমা তেটের নেতৃত্বে র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা ভারতীয় মহিলা দল প্রথম ম্যাচেই স্পষ্ট করে দিয়েছে তাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, ট্রফি জয়।
আগামী শনিবার ভারতের পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে। এদিন ম্যাচে জয় পেলে ভারতের সুপার ফোরে যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ হয়ে যাবে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৬ সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে আয়োজিত FIH হকি মহিলা বিশ্বকাপে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে।
India kick off campaign with 11-0 win against Thailand in Womens Hockey Asia Cup 2025