হকি এশিয়া কাপের (Hockey Asia Cup 202) ফাইনালে দক্ষিণ কোরিয়াকে (South Korea) ৪-১ গোলে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত (India Hockey Team)।
এ যেন একতরফা রূপকথা। হকি এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ার সেরা হল ভারত। চতুর্থবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নিল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল। গোটা টুর্নামেন্ট জুড়ে ছিল ভারতের একচ্ছত্র আধিপত্য। ম্যাচের পর ম্যাচ জিতে, শেষমেশ চ্যাম্পিয়নের ট্রফিটিও নিজেদের দখলে আনল তারা। এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সরাসরি হকি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল ভারত।
বিহারের রাজগীরের হকি স্টেডিয়ামে যেন ভারতীয় হকি দলের জন্য এক অভাবনীয় পরিবেশ তৈরি হয়েছিল। গ্যালারির প্রতিটি আসন পূর্ণ, দর্শকদের মুখে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনি। এমন পরিবেশে খেলোয়াড়দের উদ্দীপনা বেড়ে যাওয়া স্বাভাবিক। ম্যাচ শুরুর মাত্র ৩৪ সেকেন্ডের মধ্যেই গোল করে সেই উদ্দীপনাকে বাস্তব রূপ দেন সুখজিৎ সিং। তাতেই ম্যাচের রাশ দ্রুতই নিজেদের হাতে তুলে নেয় ভারত।
প্রথমার্ধে যদিও ভারত আরও গোলের সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিং-এর অভাবে ব্যবধান বাড়াতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে লং বল থেকে দিলপ্রীত সিংয়ের দারুণ ফিনিশে ২-০ গোলে এগিয়ে যায় ভারত।
India Hockey Team win Hockey Asia Cup 2025 Title
Beat South Korea by 4-1#india #hockey #HockeyIndia #hockeyasiacup2025 #AsiaCup #indiahockeyteam #indiaHockey pic.twitter.com/qacXCeDVlL
— Subhasish Ghosh (@Subhasishg59) September 7, 2025
দ্বিতীয়ার্ধে কোরিয়া আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলার চেষ্টা করলেও ভারতের রক্ষণদেয়াল ছিল অভেদ্য। একাধিক পেনাল্টি কর্নার পেয়েও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় কোরিয়ান দল। উল্টোদিকে, তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে দিলপ্রীত সিংয়ের দ্বিতীয় গোল এবং চতুর্থ কোয়ার্টারে অমিত রোহিদাসের জোরালো শটে চতুর্থ গোল করে কার্যত ম্যাচের ফয়সালা করে দেয় ভারত।
এদিন অমিতের গোলটি ছিল কৌশলগত চমক। সবাই ধরেই নিয়েছিল পেনাল্টি কর্নার থেকে শট নেবেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু অমিতের হঠাৎ নেওয়া শটে হতচকিত হয়ে পড়ে কোরিয়ান ডিফেন্স।
শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া এক গোল শোধ করলেও, ম্যাচে ফিরে আসার কোনো সুযোগ পায়নি তারা। ভারত জয় ছিনিয়ে নেয় ৪-১ ব্যবধানে। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকেছে ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানের বিরুদ্ধে জয়। সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র এবং ফাইনালে সেই দলকেই একপ্রকার উড়িয়ে দিল ভারত।
India Hockey Team win Hockey Asia Cup 2025 Title successful beat South Korea by 4-1