এশিয়া কাপ হকি ২০২৫ (Hockey Asia Cup 2025) সুপার ফোরে (Super 4s) প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ভারত (India Hockey Team)। শুরুটা দুর্দান্ত করলেও ম্যাচের মাঝপথে প্রতিপক্ষের চাপে পড়ে যায় চাকদে ইন্ডিয়ারা। তবে শেষ মুহূর্তে মনদীপ সিংয়ের গোল মুখরক্ষা হয় ভারতের। হার্দিক সিং ও মনদীপ সিং ভারতের হয়ে গোল দুটি করেন।
শেষ মুহূর্তে সুপার সিক্সের দৌড়ে নাটক! ভবানীপুরের ভাগ্য নির্ধারণ এই দিন
ম্যাচের শুরুতে ঘণ্টাখানেক বিলম্ব হলেও ভারতের খেলা দেখে বোঝার উপায় ছিল না। প্রথম কোয়ার্টারের শুরুতেই দুর্দান্ত একটি ফিল্ড গোল করেন দলের সহ-অধিনায়ক হার্দিক সিং। একক প্রচেষ্টায় কোরিয়ার রক্ষণ ভেদ করে গোল করে ভারতকে এগিয়ে দেন তিনি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডিফেন্ডার জুগরাজ সিংয়ের এক ভুলে কোরিয়া পায় পেনাল্টি স্ট্রোক। সেখান থেকে জিহুন ইয়াং গোল করে সমতা ফেরান (১২’)।
এর মাত্র দুই মিনিট পরেই আবার গোল করে এগিয়ে যায় কোরিয়া। হেয়োনহং কিমের পেনাল্টি কর্নার থেকে আসা গোল পুরো রাজগীর স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয়। এক কোয়ার্টারেই ম্যাচে ৩টি গোল হয়ে যায়, এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।
সন্দেশ ছাড়াই ‘মরণ-বাঁচন’ লড়াইয়ে ব্লু টাইগার্সরা, ইরান ম্যাচে কোথায় ভুল? স্বীকার করলেন জামিল
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ভারত একের পর এক আক্রমণ শুরু করে। সুযোগ তৈরি করেন সুখজিত সিং। তিনি একাধিকবার বল পৌঁছে দেন মনদীপ ও অভিষেকের কাছে। হরমনপ্রীত ও জুগরাজ সিং বেশ কয়েকটি ড্র্যাগ ফ্লিক করেন, তবে কোরিয়ান গোলরক্ষক জেহান কিম তা প্রতিবারই রুখে দেন।
শেষদিকে সফল হয় ভারতের চাপ। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে সুখজিতের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন মনদীপ সিং। গোলটি আসে একদম নিখুঁত পজিশনিং ও দলের রক্ষণাত্মক চাপ কাটিয়ে পাল্টা আক্রমণের ফলস্বরূপ। গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
এদিন ড্রয়ের ফলে সুপার ফোরের পয়েন্ট টেবিলে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেল ভারত। গত ম্যাচগুলিতে জাপানকে ৩-২, চীনকে ৪-৩ গোলে হারিয়ে ও কাজাখস্তানকে ১৫-০ গোলে বিধ্বস্ত করে পুল ‘এ’র শীর্ষে থেকে সুপার ফোরে ওঠে ভারত। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে পুল ‘বি’র রানারআপ হিসেবে উঠে আসে।
অভিষেক-শুভমন জুটি এবং বরুণের স্পিনে ভরসা! নেই দুই তারকা, রইল সম্ভাব্য একাদশ
ভারতের কোচ ম্যাচ শেষে বলেন, “আমরা সুযোগ তৈরি করেছি অনেক, কিন্তু রূপান্তর করায় ঘাটতি ছিল। মনদীপের গোলটা দলকে মনোবল দিয়েছে। সামনে আরও কঠিন ম্যাচ আছে, আমাদের রক্ষণে আরও মনোযোগ দিতে হবে।”
আগামী ম্যাচে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। সেমিফাইনালে উঠতে হলে সেই ম্যাচে জয় প্রয়োজনীয়। তবে আজকের ম্যাচে দল দেখিয়েছে যে, তারা চাপের মুখে ঘুরে দাঁড়াতে জানে।
India Hockey Team draw agsinst South Korea in Hockey Asia Cup 2025 Super 4s

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
