দীর্ঘ ৪১ বছরের এশিয়া কাপের (Asia Cup Final) ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আর সেই ঐতিহাসিক লড়াইয়ে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে চমকে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Indian Cricket Team)। মাঠে নামার আগে যেমন ছিল উত্তেজনা, তেমনি ছিল কৌশলের লড়াই (India Cricket News)। কিন্তু প্রথম ইনিংসের শেষে আলোচনার কেন্দ্রে একটাই নাম কুলদীপ যাদব (Bengali Sports News)।
পাকিস্তান ইনিংসের শুরুটা অবশ্য ছিল স্বপ্নের মতো। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তোলে তারা। শাহিবজাদা ফারহান ও ফখর জামান দায়িত্বশীল ব্যাটিং করে ভারতীয় পেস আক্রমণকে প্রথম দিকে দিশেহারা করে তোলেন। ফারহান নিজের অর্ধশতরান পূর্ণ করেন মাত্র ৩৫ বলে। সেই সময় পাকিস্তানের স্কোরবোর্ডে ৯ ওভারে ৭৭ রান, কোনও উইকেট নেই।
তবে দশম ওভারেই আসে প্রথম ব্রেকথ্রু। বরুণ চক্রবর্তীর বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ফারহান (৫৭)। সেখান থেকেই শুরু ভারতের স্পিন ঘূর্ণির দাপট।
১১ থেকে ১৯ ওভারের মধ্যেই পাকিস্তান হারায় ৯টি উইকেট। যদিও এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তীর। এক ওভারে তিনটি উইকেট নিয়ে কার্যত পাকিস্তানের ইনিংস ধ্বংস করে দেন চায়নাম্যান স্পিনার। তাঁর শিকার হন সলমন আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফ। শেষে ১৯.১ ওভারে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ভারতের স্পিন ত্রয়ীর পরিসংখ্যান:
কুলদীপ যাদব: ৪ উইকেট
বরুণ চক্রবর্তী: ২ উইকেট
অক্ষর প্যাটেল : ২ উইকেট
বাকি উইকেট দুটি নেন জসপ্রিত বুমরাহ, যিনি দ্বিতীয় স্পেলে ফিরে এসে বোল্ড করেন হ্যারিস রউফ ও মহম্মদ নওয়াজকে।
At his absolute best 🫡
Kuldeep Yadav with a performance for the ages 🤩
Updates ▶️ https://t.co/0VXKuKPkE2#TeamIndia | #AsiaCup2025 | #Final | @imkuldeep18 pic.twitter.com/iGjyEKfetF
— BCCI (@BCCI) September 28, 2025
এই ম্যাচে চোটের কারণে দলে নেই হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় খেলতে নামেন রিঙ্কু সিং। ম্যাচের শুরুতে প্রথমবার বোলিং ওপেন করেন শিবম দুবে, যেটা তার কেরিয়ারের জন্য বড় মাইলফলক হলেও উইকেট পাননি তিনি। তবে বুমরাহ ও তিন স্পিনারের দাপটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারত।
ফাইনালে ভারতীয় দল যে উচ্চ আত্মবিশ্বাসে খেলছে, তার পেছনে রয়েছে গ্রুপ ও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুই জয়। এবারের জয় মানে ‘হ্যাটট্রিক’ শিরোপা এবং ৯ম এশিয়া কাপ ট্রফি।
পাকিস্তানের ব্যাটিং ধস – ওভার বাই ওভার (১০ থেকে ১৯):
ওভার ১০: উইকেট – ফারহান (বরুণ)
ওভার ১২: সাঈম আয়ুব – আউট (কুলদীপ)
ওভার ১৩: হ্যারিস – আউট (অক্ষর)
ওভার ১৪: ফখর – আউট (বরুণ)
ওভার ১৫ : হুসেন – আউট (অক্ষর)
ওভার ১৬: সলমন – আউট (কুলদীপ)
ওভার ১৬: আফ্রিদি – আউট (কুলদীপ)
ওভার ১৬: ফাহিম – আউট (কুলদীপ)
ওভার ১৮: রউফ – বোল্ড (বুমরাহ)
ওভার ১৯.১: নওয়াজ – আউট (বুমরাহ)
মাত্র ২১ রানে শেষ ৭ উইকেট হারানো একপ্রকার রেকর্ডসুলভ বিপর্যয়। ভারতীয় স্পিনারদের নিখুঁত লাইন-লেন্থ ও কৌশলী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি একের পর এক পাক ব্যাটার। ফাইনালের উত্তেজনা যেন তাদের নার্ভে চেপে বসেছিল। ফাইনালে অভিষেক শর্মার মতো ফর্মে থাকা ওপেনারকে নিয়ে বড় প্রত্যাশা। সঙ্গে অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব ব্যাটিং লাইনআপ যথেষ্ট গভীর।
যদি না বড় ধস নামে, তাহলে নবম শিরোপা তুলে নেওয়া এখন ভারতের নাগালেই। এখন দেখার, ইতিহাসের প্রথম ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল শেষ পর্যন্ত কাদের মুকুট পরায়!
An excellent bowling performance 👌
4️⃣ wickets for Kuldeep Yadav
2️⃣ wickets each for Jasprit Bumrah, Axar Patel and Varun Chakaravarthy#TeamIndia need 147 to win 🎯Updates ▶️ https://t.co/0VXKuKPkE2#AsiaCup2025 | #Final pic.twitter.com/CNRcsGriwR
— BCCI (@BCCI) September 28, 2025
India get 147 run target against Pakistan in Asia Cup Final by Kuldeep Yadav 4 wicket