কড়া টক্কর প্রথমার্ধে, ওমানের বিরুদ্ধে গোলশূন্য ভারতের লড়াকু শুরু

তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর প্রথমার্ধ শেষে গোলশূন্য রইল কাফা নেশনস কাপ ২০২৫ (CAFA Nations Cup 2025) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথম ভাগ। হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ওমানের…

India Football Team vs Oman in CAFA Nations Cup 2025 third-place match live score

তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর প্রথমার্ধ শেষে গোলশূন্য রইল কাফা নেশনস কাপ ২০২৫ (CAFA Nations Cup 2025) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথম ভাগ। হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ওমানের (Oman) মুখোমুখি হয়েছে ভারতীয় দল (India Football Team)। শুরুটা কিছুটা ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে গেলেও, ধীরে ধীরে খেলার ছন্দে ফেরে ব্লু টাইগার্সরা।

খেলা বদলাচ্ছে? ওমানকে হারিয়ে কাফা নেশনস কাপে ঐতিহাসিক সাফল্য ভারতের

   

ভারতের পক্ষে এদিন শুরু থেকেই ছিল চাপের মুখে পড়ার প্রবণতা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ওমানের আল মুশাইফ্রি বাম প্রান্ত ধরে দুর্দান্ত দৌড়ে ভারতের বক্সে পাস বাড়ান, যদিও সতীর্থকে খুঁজে না পেয়ে সেই বলে বিপদ বাড়াতে পারেনি। এরপর একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ওমান। ৭ মিনিট পর্যন্ত দেখা যায় বলের দখলে সম্পূর্ণ আধিপত্য ওমানের হাতেই, ৭৬ শতাংশ বল দখল ছিল তাদের কাছে।

দুবাইতে তিন স্পিনার নিয়ে চক্রব্যূহ রচনা গম্ভীরের? রইল সম্ভাব্য একাদশ

তবে ধীরে ধীরে ম্যাচে নিজেদের মেলে ধরতে শুরু করে খালিদ জামিলের শিষ্যরা। ১১ মিনিটে একটি ফ্রি কিক থেকে ছাংতে বল জড়ান ওমানের বক্সে, যেখানে প্রতিপক্ষ রক্ষণের হড়বড়ানি দেখা যায়। যদিও গোলের সুযোগে পরিণত হয়নি সেই আক্রমণ।

১৩ মিনিটে ম্যাচের অন্যতম সেরা সুযোগ তৈরি করেন ভারতের ডিফেন্ডার অনোয়ার আলি। একটি দীর্ঘ থ্রো ইন থেকে দুর্দান্ত হেড করেন তিনি, তবে ওমান গোলরক্ষক ইব্রাহিম আল মুখাইনি চমৎকার রিফ্লেক্স দেখিয়ে সেই শট আটকে দেন।

প্রথম ১৫ মিনিট পর্যন্ত ভারতের খেলা কিছুটা এলোমেলো হলেও, এরপর থেকে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে তারা। মিডফিল্ডে বল ধরে রেখে আক্রমণের চেষ্টা দেখা যায়, যা প্রথমার্ধের দ্বিতীয় ভাগে খেলার গতি কিছুটা পাল্টে দেয়।

কবে থেকে হতে পারে সুপার কাপ? জানুন

Advertisements

২৩ মিনিটে বিতর্ক তৈরি হয় যখন ভারতের বিক্রম ও ওমান গোলরক্ষক আল মুখাইনি একটি হাওয়া থেকে আসা বল ধরতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যান। রেফারি ফাউলের নির্দেশ দিলে অসন্তোষ প্রকাশ করেন বিক্রম।

২৭ মিনিটে ভারতের রক্ষণে ভুলে প্রায় গোল খেয়ে বসেছিল দল। রাহুল ভেকে ও গুরপ্রীতের মধ্যে বোঝাপড়ার অভাবে ওমানের আল রাওয়াহি বল পেয়ে যান বক্সের মধ্যে। তিনি গুরপ্রীতের উপর দিয়ে শট নেন, যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। সৌভাগ্যক্রমে রক্ষা পায় ভারত।

৩৪ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করে ওমান। ডান প্রান্ত থেকে আসা একটি ক্রসে প্রথম টাচে শট নেন আল রাওয়াহি, কিন্তু ঠিক মতো সংযোগ করতে না পারায় সেই আক্রমণ বিফলে যায়। ৩৯ মিনিটে ভারতের পক্ষে আরেকটি সুযোগ তৈরি হয়। ছাংতে ডান দিক থেকে ভেসে আসা বলটি বিক্রমের মাথায় পড়লেও, চাপে পড়ে সঠিক হেড করতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষ লগ্নে দুই দলই একটি করে বড় সুযোগ পেয়েছিল। ভারতের হয়ে অনোয়ার ও ওমানের হয়ে আল রাওয়াহি সেই সুযোগ সৃষ্টি করেন। তবে দুই পক্ষই ব্যর্থ হয় সেগুলিকে কাজে লাগাতে। অতিরিক্ত সময়ে (৪৫+২’) ভারতের ইরফান একটি দুর্দান্ত সুযোগ পেলেও তাঁর শট সাইড নেটিংয়ে গিয়ে শেষ হয়।

কিন্তু দ্বিতীয়ার্ধে ভারত যদি মাঝমাঠে বেশি সময় বল রাখতে পারে ও আক্রমণে নির্ভুলতা দেখাতে পারে, তবে ব্রোঞ্জ জয়ের দৌড়ে এগিয়ে যাওয়া সম্ভব। তবে সতর্ক থাকতে হবে ওমানের দ্রুতগতির পাল্টা আক্রমণের বিপক্ষে।

India Football Team vs Oman in CAFA Nations Cup 2025 third-place match live score